ঢাকা: বিএনপির অঙ্গ সংগঠন বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের ৩০তম প্রতিষ্ঠা বার্ষিকী আজ।
সকাল ৬টায় পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলনের মধ্যে দিয়ে দিনটি উদযাপনের কর্মসূচি শুরু করেছে বিএনপি’র এ অঙ্গ সংগঠনটি।
বিএনপির প্রতিষ্ঠাতা সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমান বিভিন্ন দুর্যোগ মুহূর্তে মানুষের পাশে দাঁড়ানোর কথা চিন্তা থেকে ১৯৮০ সালে ১৯ আগস্ট জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল নামে একটি সংগঠনের প্রতিষ্ঠা করেন। ওই সময়ে সাংবাদিক কাজী সিরাজকে আহ্বায়ক করে ২৩ সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়। এরপর ১৯৮৫ সালের ১৯ আগস্ট কাজি আসাদুজ্জামানকে আহ্বায়ক করে ২৯ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
পরে ১৯৯৬ সালের ১০ মার্চ রিজভি আহমেদকে সভাপতি করে পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়। এ সময় জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক সংগঠন নামটি পরিবর্তন করে জাতীয়তাবদী স্বেচ্ছাসেবক দল রাখা হয়। সর্বশেষ কমিটি গঠিত হয় ২০০৯ সালের ১১ অক্টোবর। এই কমিটির সভাপতি হচ্ছে হাবিবুন নবী খান সোহেল ও সাধারণ সম্পাদক করা হয় শরাফত আলী শপু।
বাংলাদেশ সময়: ০৩১৪ ঘণ্টা, আগস্ট ১৯, ২০১০