ঢাকা, শনিবার, ১৫ আষাঢ় ১৪৩১, ২৯ জুন ২০২৪, ২১ জিলহজ ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

বন্যাপ্রবণ নদ-নদীর পানি কমছে

সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪৫০ ঘণ্টা, জুন ৮, ২০২৪
বন্যাপ্রবণ নদ-নদীর পানি কমছে

ঢাকা: বন্যাপ্রবণ নদ-নদীর পানির সমতল কমছে। আগামী দুদিনে আরও কমতে পারে।

শনিবার (৮ জুন) পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান এ তথ্য জানান।

তিনি বলেন, ব্রহ্মপুত্র নদের পানির সমতল হ্রাস পাচ্ছে। অপরদিকে যমুনা নদীর পানির সমতল স্থিতিশীল আছে। আগামী দুদিনে উভয় নদীর পানির সমতল আরও হ্রাস পেতে পারে।

তবে গঙ্গা-পদ্মা নদ-নদীসমূহের পানির সমতল বাড়ছে, যা অব্যাহত থাকতে পারে।

অন্যদিকে মনু ও খোয়াই ব্যতীত দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পাচ্ছে।

আবহাওয়া সংস্থাসমূহের তথ্য অনুযায়ী, দুদিনে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল ও তৎসংলগ্ন উজানে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। ফলে দুদিনে দেশের উত্তর-পূর্বাঞ্চলের প্রধান নদীসমূহের পানির সমতল হ্রাস পেতে পারে। দেশের সব প্রধান নদ-নদীসমূহের পানির সমতল বিপৎসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে।

পাউবো জানিয়েছে, তাদের পর্যবেক্ষণাধীন ১১০টি স্টেশনের মধ্যে শনিবার পানির সমতল বেড়েছে ৬২টিতে, কমেছে ৪৩টিতে। এছাড়া পাঁচটি স্টেশনে পানির সমতল অপরিবর্তিত আছে।

বাংলাদেশ সময়: ১৪৪৭ ঘণ্টা, জুন ০৮, ২০২৪
ইইউডি/আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।