ঢাকা, শুক্রবার, ১৫ চৈত্র ১৪৩০, ২৯ মার্চ ২০২৪, ১৮ রমজান ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

আমন ধানে অতিরিক্ত সেচ দেওয়ার পরামর্শ বিএমডি’র

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪
আমন ধানে অতিরিক্ত সেচ দেওয়ার পরামর্শ বিএমডি’র ছবি: (ফাইল ফটো)

ঢাকা: আমন ধানে অতিরিক্ত সেচ দেওয়া পরামর্শ দিচ্ছে আবহাওয়া অধিদপ্তর (বিএমডি)।

আমন চাষীদের জন্য দেওয়া এক সংবাদ বিজ্ঞপ্তিতে আবহাওয়া অধিদফতর এ পরামর্শ জানায়।



বিজ্ঞপ্তিতে বলা হয়, ১৫ অক্টোবর থেকে ২১ অক্টোবর প্রতিদিন গড়ে ৫.২৫ থেকে ৬.২৫ সূর্যের আলো পাওয়া গেলেও ভারতের মধ্য প্রদেশ এবং পূর্ব-উত্তর প্রদেশ কিছুটা মেঘাচ্ছন্ন থাক‍ায় বাংলাদেশের সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের দু’ একটি জায়গায় হালকা বৃষ্টিপাত এবং বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। বাংলাদেশে মৌসুমী বায়ুর প্রভাব কম এবং আকাশ মেঘাচ্ছন্ন থাকায় মূলত শুষ্ক আবহাওয়া বিরাজ করবে। যে কারণে আমন ধানে অতিরিক্ত সেচ দরকার হতে পারে।

বাংলাদেশ সময়: ১৮০০ ঘণ্টা, অক্টোবর ১৬, ২০১৪

** এ সপ্তাহ আমন বোনার উপযুক্ত সময়

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।