ঢাকা: আবহাওয়া ও জলবায়ু পরিবর্তনে অ্যালপাইন ছাগল ও কৃষ্ণসার হরিণের আকার ছোট হয়ে আসছে বলে জানিয়েছেন গবেষকরা।
গবেষকরা বলছেন, ১৯৮০ সালের তুলনায় অ্যালপাইন ছাগল বর্তমানে প্রায় ২৫ শতাংশ আকারে ছোট হয়ে এসেছে।
গবেষণাটি পরিচালনা করেছে ডারহাম বিশ্ববিদ্যালয়ের একদল অধ্যাপক। তারা আরও জানাচ্ছেন, তাপমাত্রা পরিবর্তন কৃষ্ণসার হরিণের আকার ও পাহাড়ি ছাগলের বিশেষ প্রজাতির উপর প্রভাব ফেলেছে।
শুধু তাই নয়, একই সঙ্গে আবহাওয়া পরিবর্তন অনেক প্রজাতির মাছ, পাখি ও ইঁদুর তাদের স্বাভাবিক আকৃতি হারাচ্ছে বলে জানান তারা।
গবেষকরা শিকারিদের সাহায্য নিয়ে প্রথম বুঝতে পারেন যে অ্যালপাইন ছাগলের ওজন কমে যাচ্ছে। আর এক্ষেত্রে তাপাত্রার পরিবর্তন অন্যতম কারণ।
বাংলাদেশ সময়: ১৭৩৩ ঘণ্টা, অক্টোবর ২২, ২০১৪