ঢাকা: জলবায়ু পরিবর্তনজনিত কারণে চরম ঝুঁকিতে অবস্থান করছে বাংলাদেশ। একই কাতারে আছে আফ্রিকার দেশ সিয়েরা লিওন, দক্ষিণ সুদানও।
এতে করে এ দেশগুলোতে সামাজিক অস্থিরতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে।
বিশ্বের ৩২টি দেশে জরিপ চালিয়ে এ তথ্য দিয়েছে যুক্তরাজ্যভিত্তিক বেসরকারি প্রতিষ্ঠান মেপলক্রোফট।
গবেষণায় বলা হয়েছে, বাংলাদেশ, সিয়েরা লিওন ও দক্ষিণ সুদানসহ ১০টি দেশ জলবায়ু পরিবর্তনের কারণে চরম ঝুঁকিতে অবস্থান করছে। অন্যান্য দেশগুলো হচ্ছে- নাইজেরিয়া, শাদ, হাইতি, ইথিওপিয়া, ফিলিপিন্স, সেন্টাল আফ্রিকান রিপাবলিক এবং ইরিত্রিয়া।
জলবায়ু পরিবর্তনজনিত কারণে চরম ঝুঁকিতে থাকা এসব দেশ মূলত কৃষিনির্ভর। ক্ষেত্রবিশেষে এসব দেশের ২৯ ভাগ অর্থনীতি নিয়ন্ত্রণ করে কৃষি, যার সঙ্গে দেশের প্রায় ৬৫ ভাগ লোক জড়িত বলে গবেষণায় জানানো হয়।
এতে বলা হয়, জলবায়ু পরিবর্তনের প্রভাব কৃষিতে পড়লে তা স্বাভাবিকভাবেই ওই দেশের খাদ্য নিরাপত্তাকে ঝুঁকিতে ফেলবে।
মেপলক্রোফটের পরিবেশ বিভাগের প্রধান জেমস অ্যালান বলেন, ভারত, পাকিস্তান ও গুয়াতেমালাও জলবায়ু পরিবর্তনের কারণে চরম ঝুঁকিতে রয়েছে।
তিনি বলেন, এর মধ্যে অন্তত ১১টি দেশ জলবায়ু পরিবর্তন ও খাদ্য নিরাপত্তা উভয় দিক থেকেই চরম ঝুঁকিতে রয়েছে। এই দেশগুলো হচ্ছে- দক্ষিণ সুদান, শাদ, সিয়েরা লিওন, ইথিওপিয়া, হাইতি, সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিক, ইরিত্রিয়া, কঙ্গো, সুদান, বুরুন্ডি ও আফগানিস্তান।
জেমস অ্যালান এ ব্যাপারে কার্যকর পদক্ষেপ নেওয়ার জন্য সরকারের পাশাপাশি বেসরকারি প্রতিষ্ঠানকেও উদ্যোগী হওয়ার আহ্বান জানান।
বাংলাদেশ সময়: ১৭৩৭ ঘণ্টা, অক্টোবর ২৯, ২০১৪