ঢাকা, শনিবার, ২৪ কার্তিক ১৪৩১, ০৯ নভেম্বর ২০২৪, ০৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

উপকূলীয় সংস্কৃতি বাঁচাতে প্রকৃতি ও মানুষের সম্মিলন

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১৯ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪
উপকূলীয় সংস্কৃতি বাঁচাতে প্রকৃতি ও মানুষের সম্মিলন ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

সাতক্ষীরা: উপকূলীয় অঞ্চলের সংস্কৃতি বাঁচাতে প্রকৃতি (জল, ভূমি, বন, বৃক্ষ, পশু, পাখি, মাছ) ও মানুষের সম্মিলন নিশ্চিত করতে হবে।

‘দক্ষিণ-পশ্চিম উপকূলীয় অঞ্চলের বৈচিত্র্যময় সংস্কৃতি: আমাদের করণীয়’- শীর্ষক এক গোলটেবিল বৈঠকে বক্তারা একথা বলেছেন।



শুক্রবার সাতক্ষীরা অফিসার্স ক্লাবে বেসরকারি গবেষণা সংস্থা বাংলাদেশ রিসোর্স সেন্টার ফর ইনডিজেনাস নলেজ (বারসিক) ও স্থানীয় দৈনিক পত্রদূত এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে।

বৈঠকে সভাপতিত্ব করেন দৈনিক পত্রদূতের ভারপ্রাপ্ত সম্পাদক আবুল কালাম আজাদ। স্বাগত বক্তব্য রাখেন বারসিকের জেন্ডার ও উন্নয়ন সেলের সমন্বয়ক ফেরদৌসি আক্তার রিতা।

বৈঠকে বক্তারা বলেন- উপকূলীয় অঞ্চলের প্রকৃতি তথা জল-ভূমি-বন-বৃক্ষ-পশু-পাখি-মাছের সঙ্গে এ অঞ্চলের মানুষের সম্পর্ক অবিচ্ছেদ্য। পরিবেশ ও প্রতিবেশ দ্রুত পরিবর্তনের কারণে উপকূলীয় অঞ্চলের সংস্কৃতি হারাতে বসেছে। এ সংস্কৃতি বাঁচিয়ে রাখতে সবাইকে এগিয়ে আসতে হবে।

আলোচনায় অংশ নেন- জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ ইফতেখার আলী, সাতক্ষীরা সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ প্রফেসর সুকুমার দাশ, সনাকের সাতক্ষীরার সভাপতি প্রফেসর আব্দুল হামিদ, ইংরেজি সাহিত্যের অধ্যাপক নিমাই মণ্ডল, অধ্যক্ষ আশেক-ই-এলাহী, ওয়ার্কার্স পার্টির জেলা সম্পাদক মণ্ডলীর সদস্য অ্যাডভোকেট ফাহিমুল হক কিসলু, কবি পল্টু বাসার, কবি শাহজাহান সিরাজ, সাংবাদিক কল্যাণ ব্যানার্জি, সাংবাদিক এম কামরুজ্জামান প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, অক্টোবর ৩১, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।