সিলেট: বাংলাদেশের একমাত্র মিঠাপানির জলাবন রাতারগুল এখন ক্রমেই দূষিত হয়ে পড়ছে পরিবেশ ধ্বংসকারী মানবসৃষ্ট বর্জ্য পদার্থে।
মঙ্গলবার (৫ নভেম্বর) বনের অভ্যন্তরে ভূমিসন্তান বাংলাদেশ নামে একটি সংগঠনের কর্মীরা পরিচ্ছন্নতা অভিযান চালিয়ে বন ও পরিবেশের জন্য ক্ষতিকর চার বস্তা পলিথিন ও প্লাস্টিক জাতীয় দ্রব্য উদ্ধার করে।
এরপর বেলা ৩টায় রাতারগুল বন বিট কর্মকর্তার কার্যালয়ের সামনে এক সংক্ষিপ্ত সভা আয়োজন করা হয় সংগঠনটির পক্ষ থেকে।
এসময় বক্তব্য রাখেন সংগঠনের সমন্বয়ক আশরাফুল কবীর, সংগঠক আনিস মাহমুদ, রাতারগুল বিট কর্মকর্তা হুমায়ুন কবীর।
সভায় বক্তারা বলেন, রাতারগুল বনে প্রতিনিয়ত পর্যটক বেড়ে যাওয়ায় তাদের পরিত্যক্ত বর্জ্য পদার্থ এই বনের জন্য ক্রমাগত হুমকি হয়ে দাঁড়াচ্ছে। তাই পর্যটকসহ সংশ্লিষ্ট সবার এ ব্যাপারে দ্রুততম সময়ের মধ্যে উদ্যোগ গ্রহণ করা প্রয়োজন। অন্যথায় অচিরেই এই বন ভারসাম্য হারাবে। সোয়াম্প ফরেস্টের বৈশিষ্ট্য নষ্ট হবে।
বাংলাদেশের একমাত্র এ মিঠাপানির জলাবনকে ধ্বংসের হাত থেকে রক্ষার জন্য সবার সহযোগিতা কামনা করেন তারা।
বিট কর্মকর্তা হুমায়ুন কবির বলেন, প্রতিনিয়ত বাড়তে থাকা জঞ্জাল বনের জন্য হুমকি।
এসময় প্রয়োজনে পর্যটকদের গতিবিধি আরো সীমাবদ্ধ করার ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবগত করার আশ্বাস দেন তিনি।
সভায় আরও উপস্থিত ছিলেন ভূমিসন্তান সংগঠক দ্বোহা চৌধুরী, শুয়াইব হাসান, শাকিল আহমদ সোহাগ, পেশাজীবী ইকবাল আহমদ, ব্যবসায়ী ইয়াহিয়া খালেদ, মানিক, সাইফুর রহমান প্রমুখ।
ভূমিসন্তান কর্মীরা জানিয়েছেন, বনের পরিবেশ ও ভারসাম্য রক্ষায় এ কর্মসূচি অব্যাহত থাকবে।
বাংলাদেশ সময়: ০১০৭ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০১৪