ঢাকা: প্রকৃতি ও পরিবেশের ভারসাম্য রক্ষায় শিক্ষার্থীদের নিয়ে ‘ এ ট্রি ফর ফ্রি’ শীর্ষক ক্যাম্পেইনের আয়োজন করেছে নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্থ ক্লাব।
দুই দিনব্যাপী এ ক্যাম্পেইন ৯ নভেম্বর (রোববার) শুরু হবে।
বিশ্ববিদ্যালয় সংলগ্ন এলাকার একটি স্টল থেকে বিনামূল্যে এক হাজার গাছের চারা বিতরণ করবে পরিবেশ নিয়ে কাজ করা এ সংগঠনটি।
এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রতিটি অনুষদকেও গাছের চারা দেওয়া হবে।
এনএসইউ আর্থ ক্লাবের প্রচার সম্পাদক তামান্না আহমেদ বলেন, সবাই যাতে কমপক্ষে একটি হলেও গাছ লাগিয়ে পরিবেশের ভারসাম্য রক্ষায় অবদান রাখতে এগিয়ে আসেন, সেজন্য ক্লাবের উদ্যোগে এ ক্যাম্পেইনের আয়োজন করা হয়েছে।
নর্থ সাউথ বিশ্ববিদ্যালয় আর্থ ক্লাবের এ কার্যক্রমে সহযোগিতা করেছে ইপিলিয়ন গ্রুপের সেইলর।
১৯৯৬ সালে প্রতিষ্ঠার পর থেকেই পরিবেশ রক্ষায় শিক্ষার্থীদের নিয়ে বিভিন্ন কাজ করছে নর্থ সাউথ ইউনিভার্সিটি আর্থ ক্লাব।
এসএ বাংলাদেশ সময়: ১৯২১ ঘণ্টা, নভেম্বর ০৭, ২০১৪