ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মানুষের মতো গান গায় হার্মিট থ্রুস

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০২১৬ ঘণ্টা, নভেম্বর ৯, ২০১৪
মানুষের মতো গান গায় হার্মিট থ্রুস

ঢাকা: ‘পাখির গান’ শব্দটি আমাদের কাছে খুবই পরিচিত। রাত শেষে ভোরের আগমন জানান দেবে পাখি- এটাই তো স্বাভাবিক।

শহুরে পরিবেশে অন্য পাখি না থাকলেও অন্তত কাকের কর্কশ কণ্ঠ শুনতে পাওয়া যায়। তাই বলে কোনো পাখি মানুষের মতো গান গাইবে!

নতুন এক গবেষণায় দেখা যাচ্ছে, মানুষের মতোই গান গাইতে পারে হার্মিট থ্রুস পাখি।

সম্প্রতি একটি জার্নালে এ সংক্রান্ত প্রতিবেদন প্রকাশ করেন গবেষকরা।

অবাক লাগতে পারে, প্রশ্ন জাগতে পারে এ পাখি কি তবে শব্দ ব্যবহার করে?

উত্তর আমেরিকার এ পাখি মূলত ‘হারমনি সিরিজ’ –এর স্বর ব্যবহার করে। যা সাধারণত মানুষ সঙ্গীতে ব্যবহার করে থাকে। গবেষকরা দেখেছেন, শতকরা প্রায় ৭০ ভাগ পাখি এই ধারায় গান করে। পুরুষ হার্মিট থ্রুস (Catharus guttatus) ছয় থেকে ১০ ধরনের স্বরে গান করে। গবেষণা ১৪টি পুরুষ পাখির সুর বিশ্লেষণ করে ১৪৪টি ভিন্ন ধরনের গান পেয়েছেন।

করনিস কলেজের কম্পোজার ইমিলি ডোলিটেল বলেন, তাদের গান শুনতে খুবই শ্রুতিমধুর। দ্রুতগতি থেকে গানের লয় যখন কিছুটা কমে মধ্যলয়ে আসে তখন ‘হারমনি সিরিজ’ ধরনটা পরিষ্কারভাবে বোঝা যায়।

তিনি বলেন, পাখিটির এভাবে গান গাওয়ার কারণ উদঘাটন করতে আমরা আগ্রহী, কারণ এমন শব্দ উচ্চারণে কণ্ঠের আকৃতি যেমন হওয়া দরকার তা নেই পাখিটির। ধারণা করা হচ্ছে নারী পাখিটি পুরুষ পাখিটির কণ্ঠস্বর মিলিয়েই চিনে থাকে।

তিনি আরও বলেন, পাখিটি গান গাওয়ার সময় কোনো স্কেল নির্ধারণ করে শুরু করে না কিন্তু তাদের তৈরি করা সুরগুলো কাকতালীয়ভাবে মানুষের সৃষ্টি করা সঙ্গীতের সঙ্গে মিলে যায়। }

বাংলাদেশ সময়: ০২১৭ ঘণ্টা, নভেম্বর ০৯, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।