ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নকলে পটু লেয়ার বার্ড!

পরিবেশ-জীববৈচিত্র্য ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪
নকলে পটু লেয়ার বার্ড!

ঢাকা: ময়না-টিয়া-কাকাতুয়া পাখির কথা বলা আমাদের খুবই পরিচিত। মানুষের সংস্পর্শে থাকতে থাকতে তারা শিখে যায় নানা ভাষা।

মালিকের মাতৃভাষাতেই শুরু করে মনের ভাব প্রকাশ করতে।

তবে এমন পাখিও রয়েছে যাদের ভাষা শেখাতে হয় না। আপনা-আপনিই শিখে যায় সমস্ত ভাষা। অনেকটা স্বশিক্ষায় শিক্ষিত হওয়ার মতো।

কেবল ভাষা‌ই নয়, শব্দ নকল করাও যেন তাদের কাছে মজার খেলা।

হরগলা এই পাখি ‘লেয়ার বার্ড’ অস্ট্রেলিয়ায় খুবই পরিচিত এবং জনপ্রিয়। কানে কোনো শব্দ যাওয়া মাত্রই তা নকল করতে সিদ্ধহস্ত এরা। গাড়ির হর্ন থেকে শুরু করে ক্যামেরা ক্লিকের শব্দ পর্যন্ত সবই।

রেইনফরেস্টে থাকা পাখিটির দীর্ঘ ‘বার্ড সঙ’ গাওয়ার জন্য বিশ্বখ্যাতি রয়েছে। কয়েক মুহুর্তে ২০ প্রজাতির বেশি প্রাণির ডাক নকল করতে পারে এরা। বন্য বিভিন্ন প্রাণি, স্বজাতি পাখি- এমনকি কখনও কখনও এরা মানুষকেও নকল করে থাকে।

গবেষকরা মনে করেন, আত্মরক্ষার জন্যই লেয়ার বার্ড এই ভিন্ন ধরনের উপায় বেছে নিয়েছে।

মূলত দুই ধরনের লেয়ার বার্ডের সন্ধান মেলে। অ্যালবার্ট’স লেয়ার বার্ড যা কেবল নিউ সাউথ ওয়ালেস বর্ডারের পাশে কুইন্সল্যান্ড সাব-ট্রপিক্যাল রেইনফরেস্টেই পাওয়া যায়। অন্যদিকে সুপার্ব লেয়ার বার্ড, এদের উভয় অংশেই পাওয়া যায়।

বাংলাদেশ সময়: ০৯৫০ ঘণ্টা, নভেম্বর ১২, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।