ঢাকা, মঙ্গলবার, ২০ কার্তিক ১৪৩১, ০৫ নভেম্বর ২০২৪, ০৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

সেনবাগে ইঁদুর নিধন অভিযান

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪
সেনবাগে ইঁদুর নিধন অভিযান ছবি : বাংলানিউজটোয়েন্টিফোর.কম

নোয়াখালী: নোয়াখালীর সেনবাগে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উদ্যোগে ফসলি জমিসহ বিভিন্ন কৃষি জমিতে ইঁদুর নিধন অভিযান কার্যক্রম শুরু হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে উপজেলা কার্যালয়ে এ কর্মসূচির উদ্বোধন করেন সেনবাগ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবুল কালাম আজাদ।



এসময় আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) উদয়ন দেওয়ানের সভাপতিত্বে বক্তব্য রাখেন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল করিম, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহিন আক্তার কানন, উপজেলা প্রকৌশলী জাহাঙ্গীর আলম, উপজেলা প্রকল্প কর্মকর্তা গোলাম মাওলা, সমাজসেবা কর্মকতা শ্যামল চন্দ্র পাল, উপ-সহকারী কৃষি কর্মকর্তা দ্বীন মোহাম্মদ, উপ-সহকারী উদ্ভিদ সংরক্ষণ কর্মকর্তা গোলাম আজম সুমন প্রমুখ।

বাংলাদেশ সময়: ১৫৩৭ ঘণ্টা, নভেম্বর ১৩, ২০১৪



বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।