ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

দৃক গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী ‘পাখির দেশ বাংলাদেশ’

স্পেশালিস্ট এনভায়রনমেন্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬২৪ ঘণ্টা, ডিসেম্বর ৬, ২০১৪
দৃক গ্যালারিতে আলোকচিত্র প্রদর্শনী ‘পাখির দেশ বাংলাদেশ’ ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: ‘পাখির দেশ বাংলাদেশ’ শিরোনামে ঢাকার ধানমন্ডির দৃক গ্যালারিতে উদ্বোধন হলো পাখি বিষয়ক আলোকচিত্র প্রদর্শনী।

দেশবরেণ্য সাংস্কৃতিক ও নাট্য ব্যক্তিত্ব আলী যাকের ও সঙ্গীতশিল্পী কনক চাপা চাকমা যৌথভাবে এর উদ্বোধন করেন।



বাংলাদেশ বার্ড ক্লাবের উদ্যোগে উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পাখি বিষয়ক লেখক ও গবেষক ইনাম আল হক।

পাখির দেশ বাংলাদেশ শিরোনামের এ প্রদর্শনীতে স্থান পেয়েছে বাংলাদেশ বার্ড ক্লাবের ২১জন আলোকচিত্রীর তোলা ৫১টি আলোকচিত্র।

শুক্রবার (৫ ডিসেম্বর) শুরু হওয়া এ প্রদর্শনী চলবে ৮ ডিসেম্বর পর্যন্ত। বিকেল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত এ প্রদর্শনী সবার জন্য উন্মুক্ত থাকবে।

বাংলাদেশ সময়: ১৬১৪ ঘণ্টা, ডিসেম্বর ০৬, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।