ঢাকা, শনিবার, ১৩ বৈশাখ ১৪৩১, ২৭ এপ্রিল ২০২৪, ১৭ শাওয়াল ১৪৪৫

জলবায়ু ও পরিবেশ

রামপুরায় অজগর ও বাঘডাশার চামড়া উদ্ধার

স্টাফ করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ৭, ২০১৪
রামপুরায় অজগর ও বাঘডাশার চামড়া উদ্ধার ছবি: বাংলানিউজটোয়েন্টিফোর.কম

ঢাকা: রাজধানীর রামপুরায় একটি বাড়িতে অভিযান চালিয়ে অবৈধভাবে সংরক্ষিত একটি অজগর এবং বাঘডাশার চামড়া জব্দ করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব-২) সদস্যরা।
 
রোববার (০৭ ডিসেম্বর) রাতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ প্রেরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।


 
এর আগে বিকেলে রামপুরার ৪৬৪/৪/১/বি নম্বর বাড়ির চতুর্থ তলায় অভিযান চালিয়ে থেকে চামড়া দু’টি উদ্ধার করা হয়।
 
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ প্রেরিত বিজ্ঞপ্তিতে উল্লেখ, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে রামপুরার ওই বাড়িতে অভিযান চালায় র‌্যাব। এ সময় একটি অজগর ও একটি বাঘডাশার চামড়া জব্দ করা হয়।
 
বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ ও র‌্যাব সদর দপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট আনোয়ার পাশা যৌথভাবে অভিযানটি পরিচালনা করেন।  
 
এ সময় বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইনে বাড়ির মালিক শবনম শাহকে (৪০) ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
 
জব্দকৃত চামড়া দু’টি মহাখালীর বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগে নিয়ে আসা হয়েছে।
 
বাংলাদেশ সময়: ২৩২৮ ঘণ্টা, ডিসেম্বর ০৭, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।