ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

আংশিক সমঝোতায় শেষ জলবায়ু সম্মেলন

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪
আংশিক সমঝোতায় শেষ জলবায়ু সম্মেলন

ঢাকা: পেরুর রাজধানী লিমায় আংশিক সমঝোতার মধ্য দিয়ে শেষ হলো জাতিসংঘ জলবায়ু সম্মেলন-২০১৪। সম্মেলনে তীব্র মতভেদের মধ্য দিয়ে পরিবেশের তাপমাত্রা কমানোর বিষয়ে আংশিক একটি সমঝোতা হয়েছে।



রোববার (১৪ ডিসেম্বর) সম্মেলনে পরিবেশে কার্বন নিঃসরণ কমাতে প্রতিটি দেশের দায়িত্ব কি হবে, তা নির্ধারণের একটি কাঠামো অনুমোদিত হয়েছে।

এছাড়াও আগামী বছর প্যারিসে একটি জলবায়ু সম্মেলনে এ কাঠামো নতুন একটি আন্তর্জাতিক চুক্তিতে পরিণত করা হবে বলে সম্মেলন থেকে জানানো হয়।

জানা যায়, শেষ পর্যন্ত একটি সমঝোতা হলেও, গুরুত্বপূর্ণ অনেক সিদ্ধান্ত আগামী বছরের জন্য স্থগিত রাখা হয়েছে।

এর আগে, পরিবেশের তাপমাত্রা কমাতে কোন দেশ কতটা দায়িত্ব নেবে তা নিয়ে উন্নয়নশীল ও শিল্পোন্নত দেশগুলোর মধ্যে তীব্র মতভেদের সৃষ্টি হয়। এ কারণে সম্মেলনের সময়সীমা দুইদিন পেছানো হয়।

বাংলাদেশ সময়: ১৭৩৬ ঘণ্টা, ডিসেম্বর ১৪, ২০১৪

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।