ঢাকা, শুক্রবার, ১২ পৌষ ১৪৩১, ২৭ ডিসেম্বর ২০২৪, ২৪ জমাদিউস সানি ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির মৃত্যু

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২১৩ ঘণ্টা, মার্চ ৬, ২০১৫
নাইক্ষ্যংছড়িতে বন্য হাতির মৃত্যু

বান্দরবান: বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড় থেকে পড়ে গিয়ে একটি বন্য হাতির মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৫ মার্চ) রাতে উপজেলার মায়ানমার সীমান্তবর্তী ইউনিয়ন দোছড়ি এলাকায় এ ঘটনা ঘটে।



স্থানীয়রা জানান, ওই এলাকায় পাহাড়ের পাদদেশে মৃত হাতিটিকে পড়ে থাকতে দেখে লোকজন প্রশাসনকে খবর দেয়। ধারণা করা হচ্ছে তিন-চারদিন আগে পাহাড় থেকে পড়ে গিয়ে হাতিটি মারা গেছে।

নাইক্ষ্যংছড়ি বন কর্মকর্তা শেখ মোহাম্মদ আবদুস সবুর বাংলানিউজকে জানান, তুলাতলী বন বিটের আওতাধীন ডলুঝিরি এলাকায় একটি বন্য হাতির মৃত্যুর খবর পাওয়া গেছে। তবে দুর্গম এলাকা হওয়ায় তাৎক্ষণিক ঘটনাস্থলে যাওয়া সম্ভব হয়নি।

নাইক্ষ্যংছড়ি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আবু সাফায়াত মুহাম্মদ শাহেদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বাংলানিউজকে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তিন/চারদিন দিন আগে হাতিটি পাহাড় থেকে সমতলে নামতে গিয়ে পা পিছলে পড়ে মারা যায়।

শুক্রবার সকালে ঘটনাস্থলে প্রতিনিধি পাঠানো হয়েছে এবং মৃত হাতিটিকে উদ্ধারের চেষ্টা চলছে।

বাংলাদেশ সময়: ১২১৩ ঘণ্টা, মার্চ ০৬, ২০১৫

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।