ঢাকা: শিকারি মাছের সাঁতার ভালো জানতে হয়। কেননা কখনও কখনও গতিটা অনেক বড় ব্যাপার।
শুনতে কিছুটা অস্বস্তি লাগলেও এমনটাই বলছেন বিশেষজ্ঞরা। সমুদ্র গবেষকদের মতে, সাগর তলে এমন কিছু প্রাণী আছে যাদের রয়েছে এক ধরনের বিশেষ ক্ষমতা। চাইলেই এরা পানির যে স্তরে রয়েছে সেখানকার পানির তাপমাত্রার চেয়ে নিজের শরীরের তাপমাত্রা বাড়িয়ে ফেলতে পারে।
ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, সান্তা বারবারার গবেষক জীববিজ্ঞানী জেন ক্যাসেলের মতে, এই প্রক্রিয়ার নাম এন্ডোথার্ম। যেসব মাছের এই বিশেষ ক্ষমতা রয়েছে তারা সাধারণ মাছের তুলনায় প্রায় আড়াই গুণ দ্রুত সাঁতার কাটতে পারে। কিছু হাঙর প্রজাতি ও টুনা মাছের এ ক্ষমতা বেশি।
গবেষণায় আরও দেখা যায়, এ জাতীয় মাছের শারীরিক ক্ষমতাও অনেক বেশি থাকে। জাপানের ন্যাশনাল ইনস্টিটিউট অব পোলার রিসার্চ-এর গবেষক যুকি ওয়াতানাবি, সেন্সর থেকে পাওয়া তথ্যও গবেষণায় অন্তর্ভুক্ত করেন।
তার মতে, “রেড মাসল” নামে একটি টিস্যু তাদের শরীরের তাপমাত্রা বাড়াতে সাহায্য করে, ফলে এরা তুলনামূলক দ্রুত গতিতে দীর্ঘপথ চলতে পারে।
হাঙরের মধ্যে চারটি প্রজাতির এই বিশেষ ক্ষমতা রয়েছে। এগুলো হলো- সলমন, হোয়াইট, সর্টফিন মাকো ও পোর্বগেল। আর টুনা মাছের মধ্যে রয়েছে এমন পাঁচটি প্রজাতি। এগুলো হলো- ইয়ালো ফিন, সাউথার্ন ব্লুফিন, আটলান্টিক ব্লুফিন, প্যাসিফিক ব্লুফিন ও আলবাকোর।
বাংলাদেশ সময়: ১০২৩ ঘণ্টা, মে ১৩, ২০১৫
এটি/এএ