শিলা
নওগাঁ: নওগাঁর পোরশা এবং সাপাহার উপজেলায় সোমবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে হঠাৎ করে ব্যাপক শিলাবৃষ্টি হয়েছে।
পোরশা উপজেলার দয়হার গ্রামের মকুল হোসেন জানান, বিকেল সাড়ে ৪টার দিকে হঠাৎ করে কালো মেঘ জমে আকাশে। কিছুক্ষণ পর হঠাৎ করে ব্যাপক শিলাবৃষ্টি শুরু হয়।
যা চলে প্রায় আধাঘণ্টা ধরে। পোরশা এবং সাপাহার উপজেলায় সব চেয়ে বেশি আম চাষ হয়। শিলার কারণে আমের মুকুল ও লিচুর মুকুলের ব্যাপক ক্ষতি হয়েছে।
অন্যদিকে, একই সময় জেলার প্রায় সব উপজেলায়ই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে বিকেলে। নওগাঁয় এটিই এ মৌসুমের প্রথম শিলাবৃষ্টি।
বাংলাদেশ সময়: ১৯৪১ ঘণ্টা, ফেব্রুয়ারি ২৬, ২০১৮
এসআই
বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।