মঙ্গলবার (১ মে) সকাল ১১টার দিকে হাতির মরদেহটি উদ্ধার করা হয়।
বনবিভাগের ঝিনাইগাতী উপজেলার গজনী বিটের বিট কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বাংলানিউজকে জানান, সকালে গান্ধিগাঁওয়ের একটি খোলা মাঠে হাতির মরদেহটি দেখে স্থানীয়রা বনবিভাগে খবর দেয়।
তিনি আরো জানান, হাতিটির বয়স আনুমানিক সাত/আট বছর হবে। এর ডান কানের নিচে পুরনো আঘাতের ক্ষত রয়েছে। এ ক্ষতের কারণে অসুস্থ হয়ে হাতিটি মারা গেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। হাতিটির মরদেহ ময়নাতদন্ত করা হবে। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে এটির মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
বাংলাদেশ সময়: ১৪০৪ ঘণ্টা, মে ০১, ২০১৮
এসআই