ঢাকা, মঙ্গলবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৬ নভেম্বর ২০২৪, ২৪ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

রাজবাড়ীতে পদ্মার পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার উপরে

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ৩, ২০২০
রাজবাড়ীতে পদ্মার পানি বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার উপরে

রাজবাড়ী: রাজবাড়ী জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া পয়েন্টে পদ্মা নদীর পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমা ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

রাজবাড়ী সদর উপজেলার উড়াকান্দা, লালগোলা, মহাদেবপুর ও গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ও দেবোগ্রাম ইউনিয়নের বেশ কয়েকটি গ্রামের বসতবাড়ি ও ফসলি জমিতে পানি প্রবেশ করতে শুরু করেছে।

পানি উন্নয়ন বোর্ড দৌলতদিয়া পয়েন্টের পরিমাপক ইদ্রিস আলী জানান, গত ২৪ ঘণ্টায় দৌলতদিয়া পয়েন্টে ৬ সেন্টিমিটার পানি বৃদ্ধি পেয়ে বিপৎসীমার ৪৪ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

বাংলাদেশ সময়: ১৮৫৫ ঘণ্টা, জুলাই ০৩, ২০২০

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।