ঢাকা, বুধবার, ০ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মোংলা বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৪১৮ ঘণ্টা, আগস্ট ৪, ২০২০
মোংলা বন্দরে তিন নম্বর সতর্কতা সংকেত প্রতীকী ছবি

বাগেরহাট: উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট লঘুচাপের কারণে মোংলা সমুদ্র বন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

লঘু চাপের প্রভাবে মঙ্গলবার (০৪ আগস্ট) ভোর থেকে বাগেরহাট-মোংলাসহ উপকূলীয় এলাকায় বজ্রসহ বৃষ্টিপাত হচ্ছে।

দুই দিনের অসহ্য গরমের পরে হঠাৎ বৃষ্টিতে মানুষের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।  
 
এদিকে ঘন ঘন বজ্রপাতের ফলে আতঙ্কে রয়েছে স্থানীয়রা। মোংলা বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছেন বন্দর কর্তৃপক্ষের হারবার মাস্টার কমান্ডার শেখ ফকর উদ্দিন।

তিনি বলেন, তিন নম্বর সতর্কতা সংকেতে বন্দরের কার্যক্রমে তেমন কোনো প্রভাব পড়ে না। বন্দরের সব কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
 
বাংলাদেশ সময়: ১৪১২ ঘণ্টা, আগস্ট ০৪, ২০২০
আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।