ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

ভূমিকম্পে কাঁপলো রাজশাহী-পঞ্চগড়সহ উত্তরাঞ্চল

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪১ ঘণ্টা, এপ্রিল ৫, ২০২১
ভূমিকম্পে কাঁপলো রাজশাহী-পঞ্চগড়সহ উত্তরাঞ্চল

পঞ্চগড়: ভূমিকম্পে কেঁপে উঠলো দেশের রাজশাহী ও পঞ্চগড়সহ উত্তরাঞ্চলের কয়েকটি জেলা। হঠাৎ এ কম্পনে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

সোমবার (৫ এপ্রিল) রাত ৯টা ২০ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

পঞ্চগড়ের আব্দুর রউফ বাংলানিউজকে বলেন, আমরা বাড়িতে বসে গল্প করছিলাম। এসময় হঠাৎ খাট কেঁপে ওঠে। দ্রুত ঘর থেকে বের হয়ে দেখি ভূমিকম্প হচ্ছে।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল সাহ্ বাংলানিউজকে বিষয়টি নিশ্চিত করে জানান, পঞ্চগড়ে ৫ দশমিক ৬ মাত্রার ভূ-কম্পন অনুভূত হয়েছে। ভূ-কম্পনের উৎপত্তি স্থল ভারতের সিকিম প্রদেশে।

এছাড়া রাজশাহী থেকে বাংলানিউজের সিনিয়র করেসপন্ডেন্ট জানান রাত ৯টা ২০ মিনিটের দিকে ভূমিকম্প অনুভূত হয়েছে।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) বলছে, ভূমিকম্পটির কেন্দ্র সিকিম সীমান্তবর্তী ভুটানিজ শহর সামজিতে এবং উৎপত্তিস্থল ভূপৃষ্ঠ থেকে ৮ দশমিক ৯ কিলোমিটার গভীরে।

দ্যা ইকোনমিক টাইমস জানায়, ভূমিকম্পটি নেপাল-সিকিম সীমান্তে অনুভূত হয়। এ ছাড়া আসাম, বিহার ও পশ্চিমবঙ্গের কিছু অংশেও এর কম্পন অনুভূত হয়।  

বাংলাদেশ সময়: ২১৪১ ঘন্টা, এপ্রিল ০৫, ২০২১
এএটি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।