ঢাকা, বুধবার, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ নভেম্বর ২০২৪, ২৫ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

বর্ষার আগে আরেক দফা ঘামাতে পারে গরম 

ইকরাম-উদ দৌলা, সিনিয়র করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৭৫৬ ঘণ্টা, মে ২৮, ২০২১
বর্ষার আগে আরেক দফা ঘামাতে পারে গরম 

ঢাকা: কেটে গেছে ঘূর্ণিঝড় ইয়াস। মৌসুমী বায়ু তথা বর্ষাও আসি আসি করছে।

আর তার আগেই আরেক দফা ঘামাতে পারে গরম অনুভূতি।

আবহাওয়াবিদরা বলছেন, ঘূর্ণিঝড় কেটে যাওয়ায় বর্তমানে বাতাসে জলীয়বাষ্পের পরিমাণ বেশি। অন্যদিকে, বর্ষাও এগিয়ে আসছে বঙ্গোপসাগরে। ফলে ঝলমলে রোদ উঠলেই বেড়ে যাবে গরম অনুভূতি।

জানা গেছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমী বায়ু এরই মধ্যে দক্ষিণ-পূর্ব ও পশ্চিম-মধ্য বঙ্গোপসাগরে চলে এসেছে। এটি এখন উপকূলের দিকে আসবে। তবে মৌসুমী বায়ু সারাদেশে ছেয়ে যেতে জুন মাসের মধ্যভাগ পর্যন্ত চলে যেতে পারে। এক্ষেত্রে তখন চলে আষাঢ় মাস। ফলে বৃষ্টিপাতও বাড়বে।
 
২০২০ সালে মৌসুমী বায়ু কিছুটা দেরিতে আসায়, বর্ষার বৃষ্টিও পরে ঝরেছে। গত বছর তুলনামূলক বৃষ্টিপাতও কম হয়েছে। চলতি বছর মৌসুমী বায়ু সঠিক সময়েই এগুচ্ছে বলে ধারণা করা হচ্ছে।
 
আবহাওয়া অধিদফতরের পরিচালক সামছুদ্দিন আহমেদ জানিয়েছেন, বর্তমানে বাতাসে জলীয়বাষ্পের অনুপ্রবেশ ঘটেছে। ফলে রোদ উঠলেই বেড়ে যেতে পারে ভ্যাপসা গরম। ইয়াস কেটে যাওয়ায় সামনের কিছুদিন বৃষ্টিপাত হবে, দমকা বা ঝড়ো হাওয়া থাকবে। ধারাবাহিক বৃষ্টিপাত হবে না। স্বল্পস্থায়ী বৃষ্টিপাত হবে। মেঘ, রোদ, বৃষ্টি, ঝড়, এমন থাকবে আবহাওয়া।
 
চলতি বছর এরই মধ্যে ছয়বার তাপপ্রবাহ বয়ে গেছে দেশের ওপর দিয়ে। গত ২৫ এপ্রিলে যশোরে সাত বছরের রেকর্ড ভেঙে থার্মোমিটারের পারদ উঠেছিল ৪১ দশমিক ২ ডিগ্রি। ঢাকার তাপমাত্রাও ওই সাত বছরের রেকর্ড ছাড়িয়ে ৩৯ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াসে উঠেছিল।
 
আবহাওয়াবিদরা জানিয়েছেন, তাপপ্রবাহ আরো হবে কি-না, তা এখনই বলা যাচ্ছে না। বৃষ্টিপাত খুব কমে গেলে সেটা আবার হতে পারে। তবে তীব্র তাপপ্রবাহ হওয়ার সম্ভাবনা খুব কম।
 
আবাহওয়াবিদ মো. রুহুল কুদ্দস জানিয়েছেন, বর্ষা এলে বৃষ্টি বেড়ে যায়। তবে তার আগে গরম বাড়ে। এক্ষেত্রে সেটা হতে পারে।
 
এদিকে, ভারতের আবহাওয়া অফিস জানিয়েছেন, চলতি মাসের শেষে ও জুনের প্রথম দিকে আসাম, মেঘালয়, সিকিম, ত্রিপুরা, পশ্চিমবঙ্গের বিভিন্ন এলাকা ভারী বৃষ্টিপাত হবে। সেই সঙ্গে সীমান্তবর্তী এলাকাগুলোতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হতে পারে। তবে অল্প বৃষ্টির পর রোদ আরো গরম অনুভূতি বাড়াবে।
 
বাংলাদেশ সময়: ০৭৫২ ঘণ্টা, মে ২৮, ২০২১
ইইউডি/এসআই

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।