ঢাকা, শুক্রবার, ৬ অগ্রহায়ণ ১৪৩১, ২২ নভেম্বর ২০২৪, ২০ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

১৪ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১২৪২ ঘণ্টা, নভেম্বর ৬, ২০২১
১৪ ডিগ্রির ঘরে পঞ্চগড়ের তাপমাত্রা ...

পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত একদিনের ব্যবধানে তাপমাত্রা দশমিক ৬ ডিগ্রি কমে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।

শনিবার (৬ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।

অন্যদিকে সকাল ১১টার দিকে সারাদেশের তথ্য নির্ণয় শেষে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা তেঁতুলিয়ায় রেকর্ড করা হয় বলে আবহাওয়া অফিস জানায়। একই দিন দুপুর ১২টার সময় সর্বোচ্চ তাপমাত্রা ২৮ দশমিক ৮ ডিগ্রি রেকর্ড করা হয়।

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন ধরে উত্তরের এই সীমান্ত উপজেলায় তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে। চলতি মৌসুমে টানা ১১ দিন দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শেষে একদিন বিরতি থাকার পর শনিবার (৬ নভেম্বর) আবারও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১

আরএ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।