পঞ্চগড়: দেশের সর্ব উত্তরের জেলা পঞ্চগড়ে গত একদিনের ব্যবধানে তাপমাত্রা দশমিক ৬ ডিগ্রি কমে দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৪ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
শনিবার (৬ নভেম্বর) সকাল ৯টায় জেলার তেঁতুলিয় আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রে এই তাপমাত্রা রেকর্ড করা হয়।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা রাসেল শাহ্ বিষয়টি বাংলানিউজকে নিশ্চিত করে বলেন, গত কয়েকদিন ধরে উত্তরের এই সীমান্ত উপজেলায় তাপমাত্রা অনেকটাই নেমে এসেছে। চলতি মৌসুমে টানা ১১ দিন দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড শেষে একদিন বিরতি থাকার পর শনিবার (৬ নভেম্বর) আবারও দেশের মধ্যে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।
বাংলাদেশ সময়: ১২৩৮ ঘণ্টা, নভেম্বর ০৬, ২০২১
আরএ