ঢাকা, রবিবার, ৮ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

জলবায়ু ও পরিবেশ

মাগুরায় সাতদিনের বৃক্ষমেলা

ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট   | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১৪৪ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
মাগুরায় সাতদিনের বৃক্ষমেলা

মাগুরা: ‘বৃক্ষপ্রাণ প্রকৃতি পরিবেশ, আগামীর প্রজন্ম টেকশই বাংলাদেশ’ -এ স্লোগানকে সামনে নিয়ে মাগুরায় সাতদিনের বৃক্ষমেলা শুরু হয়েছে।  

মঙ্গলবার (২৩ আগস্ট) দুপুরে জেলা প্রশাসনের কার্যালয়ের সামনে কালেক্টটরেট চত্বরে এ মেলা শুরু হয়।

চলবে ২৯ আগস্ট পর্যন্ত।

মেলায় জেলার বিভিন্ন স্থান থেকে আশা ১১টি নার্সারি স্টল অংশ নিয়েছে। স্টলে নানা ধরনের ফলদ, বনজ, ঔষধি বৃক্ষ আনা হয়েছে।

বৃক্ষমেলা উদ্বোধন ও এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় মাগুরা জেলা প্রশাসক (ডিসি) ড. আশরাফুল আলমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা-১ আসনের সংসদ সদস্য অ্যাভভোকেট সাইফুজ্জামান শিখর।  

আমন্ত্রিত অতিথি ছিলেন মাগুরা-ঝিনাইদহ মহিলা আসনের সংরক্ষিত সংসদ সদস্য খালেদা আনম, বিভাগীয় বন কর্মকর্তা সামাজিক বন বিভাগ এস এম সাজ্জাদ হোসেন।  

বিশেষ অতিথি ছিলেন পিপিএম সেবা (বার) পুলিশ সুপার মশিউদ্দোলা রেজা। মাগুরা সদর উপজেলা চেয়ারম্যান আবু নাসের বাবলু, জেলা পরিষদ প্রশাসক পঙ্কজ কুন্ডু।

সভা শেষে প্রধান অতিথি ও বিশেষ অতিথি দুইটি করে কালেক্টটরেট চত্বরে হিজল ও তমাল গাছ রোপণ করেন।  

এ সময় উপস্থিত শিক্ষার্থীদের মধ্যে বিনামূলে বৃক্ষ বিতরণ করা হয়।

বাংলাদেশ সময়: ২১৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২২
এসআরএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।