ঢাকা: কয়েকদিনের তাপপ্রবাহ রাজধানীবাসীকে কাহিল করে তুলেছিল। তবে হঠাৎ বৃষ্টিতে জনজীবনে যেনো নেমে এলো প্রশান্তি।
সোমবার (৫ সেপ্টেম্বর) দুপুর আড়াইটার দিকে আকাশ মেঘাচ্ছন্ন হয়ে বৃষ্টি শুরু হয়।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতাল এলাকায় দেখা যায় বৃষ্টি শুরু হওয়ার সঙ্গে সঙ্গে অনেকেই আশ্রয় নিতে শুরু করে সড়কের ছাউনিগুলোয়।
এছাড়া পথচারীদের অনেককেই দেখা যায় আকাশের দিকে তাকিয়ে দুহাত মেলে বৃষ্টিতে ভিজে আনন্দ উল্লাস করতে।
রিকশাচালক ফরিদ উদ্দিন জানান, এ কয়েকদিন প্রচণ্ড গরমে অস্থির হয়ে উঠেছি। দুই একবার বৃষ্টি নামলেও গরম কমেনি। আজকে ভারী বর্ষণ হচ্ছে তবুও যাত্রী নিয়ে ইচ্ছে করেই বৃষ্টিতে ভিজছি।
হাসপাতালের অ্যাম্বুলেন্স চালক জসীমউদ্দীন জানান, এ গরমের কারণে অস্থির হয়ে পড়েছি। তাই আজ বৃষ্টি দেখে আর নিজেকে রক্ষা করতে পারিনি। বৃষ্টিতে ভিজছি। আজ ঘণ্টার পর ঘণ্টা বৃষ্টিতে ভিজতেই থাকবো।
এছাড়া দুপুরের দিকে বৃষ্টি হওয়ার কারণে রাজধানীর বিভিন্ন এলাকায় ভবনের ছাদগুলোতে অনেককেই বৃষ্টিতে ভিজতে দেখা যায়।
বাংলাদেশ সময়: ১৫৪৪ ঘণ্টা, সেপ্টেম্বর ০৫, ২০২২
এজেডএস/এনএইচআর