ঢাকা, বৃহস্পতিবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৮ এপ্রিল ২০২৪, ০৮ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

রূপালী ব্যাংকের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালা

বিজনেস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ৩, ২০২১
রূপালী ব্যাংকের হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট প্রশিক্ষণ কর্মশালা

ঢাকা: রূপালী ব্যাংক ট্রেনিং একাডেমির উদ্যোগে ‘হিউম্যান রিসোর্স ম্যানেজমেন্ট অ্যান্ড ডেভেলপমেন্ট’ প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২ অক্টোবর) ভার্চ্যুয়ালি এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

রূপালী ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর অ্যান্ড সিইও মো. ওবায়েদ উল্লাহ আল মাসুদ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন। এছাড়া কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণার্থীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন রূপালী ব্যাংকের চেয়ারম্যান কাজী ছানাউল হক। প্রশিক্ষণ কর্মশালায় আলোচক হিসেবে অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবস্থাপনা বিভাগের অধ্যাপক ও ব্যাংকের পরিচালক মো. আলী আক্কাস। কর্মশালায় মানবসম্পদ উন্নয়নের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করা হয়। কর্মশালায় অতিথি হিসেবে অংশ নেন ব্যাংকের ডিএমডি মোহাম্মদ জাহাঙ্গীর।

কর্মশালার ডিরেক্টর আরবিটিএ’র প্রিন্সিপাল ও ডিজিএম মো. সাফায়েত হোসেনসহ  কর্মশালায় আরও অংশ নেন ব্যাংকের শীর্ষ পর্যায়ের নির্বাহীরা।

বাংলাদেশ সময়: ১৭১৪ ঘণ্টা, অক্টোবর ০৩, ২০২১
আরআইএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।