ঢাকা, শুক্রবার, ৫ বৈশাখ ১৪৩১, ১৯ এপ্রিল ২০২৪, ০৯ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেল আইটি কনসাল্ট্যান্টস লিমিটেড

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১২০ ঘণ্টা, নভেম্বর ৫, ২০২১
রাষ্ট্রপতি শিল্প উন্নয়ন পুরস্কার পেল আইটি কনসাল্ট্যান্টস লিমিটেড

বাংলাদেশের শিল্প উন্নয়ন ও জাতীয় অর্থনীতিতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে ’রাষ্ট্রপতির শিল্প উন্নয়ন পুরষ্কার ২০১৯’ অর্জন করেছে আইটি কনসাল্ট্যান্টস লিমিটেড।

শুক্রবার (৫ নভেম্বর) এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, বৃহস্পতিবার রাজধানী ঢাকার ওসমানী স্মৃতি মিলনায়তনে এ পুরষ্কার বিতরণী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে পুরষ্কার গ্রহণ করেন আইটি কনসাল্ট্যান্টস লিমিটেডের ভাইস-চেয়ারম্যান এবং লাবিব গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই-এর  ভাইস-প্রেসিডেন্ট জনাব সালাউদ্দিন আলমগীর, সিআইপি।

পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে ভার্চ্যুয়াল ভাষণ দেন রাষ্ট্রপতি জনাব মো. আব্দুল হামিদ।

এছাড়া অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব এম. এ. মান্নান এমপি, মাননীয় মন্ত্রী, পরিকল্পনা মন্ত্রণালয়, জনাব নুরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি, মাননীয় মন্ত্রী, শিল্প মন্ত্রণালয়, জনাব কামাল আহমেদ মজুমদার এমপি, মাননীয় প্রতিমন্ত্রী, শিল্প মন্ত্রণালয় ও আইটি কনসাল্ট্যান্টস লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জনাব কাজী সাইফুদ্দিন মুনির সহ অন্যান্য আমন্ত্রিত অতিথিরা।

বাংলাদেশ সময়: ২১২০ ঘণ্টা, নভেম্বর ০৫, ২০২১
এনএইচআর

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।