ঢাকা, রবিবার, ৭ পৌষ ১৪৩১, ২২ ডিসেম্বর ২০২৪, ১৯ জমাদিউস সানি ১৪৪৬

কর্পোরেট কর্নার

ভালোবাসা দিবসে বসুন্ধরা সিটিতে ইয়ামাহার ফটোবুথ

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৮৫৪ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
ভালোবাসা দিবসে বসুন্ধরা সিটিতে ইয়ামাহার ফটোবুথ

ঢাকা: এসিআই মটরস বাংলাদেশে ইয়ামাহা মোটরসাইকেলের একমাত্র ডিস্ট্রিবিউটর ও টেকনিক্যাল কোলাবোরেটেড পার্টনার। এসিআই স্বনামধন্য কোম্পানির একটি সহায়ক প্রতিষ্ঠান হিসেবে ২০০৭ সালে এসিআই মটরস যাত্রা শুরু করে।

বর্তমানে সারাদেশে ইয়ামাহার ৮৮টিরও বেশি ৩এস ডিলার পয়েন্ট রয়েছে।  

প্রতিবছর ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালন করা হয় ভালোবাসা দিবস। বিশেষ এ দিনটিকে লক্ষ্য করে মোটরসাইকেল ব্র্যান্ড ইয়ামাহা আয়োজন করে নানা ধরনের কার্যক্রম। যা বরাবরই সবার দৃষ্টি আকর্ষণ করে। এরই ধারাবাহিকতায় এ বছর  ইয়ামাহা বাংলাদেশ রাজধানীর বসুন্ধরা সিটিতে গোলাপের তৈরি সুদৃশ্য একটি ফটোবুথ স্থাপন করেছে। যেটি দেখতে প্রতিদিন অসংখ্য লোক ভিড় জমাচ্ছেন বসুন্ধরা সিটির সেন্টার কোর্টে। যেখানে যে কেউ ছবি তুলে পেতে পারেন আকর্ষণীয় উপহার।

বাংলাদেশ সময়: ১৮৫২ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।