ঢাকা, বৃহস্পতিবার, ২৬ বৈশাখ ১৪৩১, ০৯ মে ২০২৪, ০০ জিলকদ ১৪৪৫

কর্পোরেট কর্নার

চাঁপাইনবাবগঞ্জে এনার্জিপ্যাকের জেসিবি কাস্টমার মিট অনুষ্ঠিত

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭৪১ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
চাঁপাইনবাবগঞ্জে এনার্জিপ্যাকের জেসিবি কাস্টমার মিট অনুষ্ঠিত

ঢাকা: চাঁপাইনবাবগঞ্জে কনস্ট্রাকশন মেশিনারিজ ক্রেতাদের অংশগ্রহণে জেসিবি কাস্টমার মিট-২০২২ এর আয়োজন করে এনার্জিপ্যাক পাওয়ার জেনারেশন লিমিটেড (ইপিজিএল)।  

সম্প্রতি জেলার শিবগঞ্জ উপজেলায় পর্যটন মোটেলে আয়োজিত অনুষ্ঠানে দেশের উত্তরাঞ্চলের ক্রেতারা অংশগ্রহণ করেন।

এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- এনার্জিপ্যাকের মোটর ভেহিক্যাল ডিভিশনের চিফ বিজনেস অফিসার এস এম জসিম উদ্দিন, কনস্ট্রাকশন মেশিনারিজ অ্যান্ড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ডিভিশনের ম্যানেজার মাহমুদুল হাসান কাওসার ও মার্কেটিং কমিউনিকেশন স্পেশালিস্ট আমিন মাহমুদ।

বাংলাদেশে বিশ্বের শীর্ষস্থানীয় কনস্ট্রাকশন মেশিনারিজ ব্র্যান্ড জেসিবির একমাত্র পরিবেশক এনার্জিপ্যাক। জেসিবির সাশ্রয়ী ও বিশ্বমানের নির্মাণ যন্ত্রপাতি সরবরাহ করার লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে এনার্জিপ্যাকের কনস্ট্রাকশন মেশিনারিজ অ্যান্ড ম্যাটেরিয়াল হ্যান্ডলিং ডিপার্টমেন্ট। জেসিবি বিশ্বের তৃতীয় বৃহত্তম নির্মাণ যন্ত্রপাতি উৎপাদক ও নাম্বার ওয়ান ব্যাকহো লোডার উৎপাদক প্রতিষ্ঠান।

বাংলাদেশ সময়: ১৭৩৯ ঘণ্টা, আগস্ট ২৯, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।