ঢাকা, মঙ্গলবার, ২৪ বৈশাখ ১৪৩১, ০৭ মে ২০২৪, ২৭ শাওয়াল ১৪৪৫

কর্পোরেট কর্নার

আইসিসিবি-বিসিসির মধ্যে চুক্তি

নিউজ ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ০৮১৬ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
আইসিসিবি-বিসিসির মধ্যে চুক্তি

ঢাকা: ইন্টারন্যাশনাল কলেজিয়েট প্রোগ্রামিং কনটেস্ট (আইসিপিসি) ওয়ার্ল্ড ফাইনালস ২০২২ আয়োজনের জন্য গত রোববার (১৬ অক্টোবর) ইন্টারন্যাশনাল কনভেনশন সিটি বসুন্ধরা (আইসিসিবি) ও বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) মধ্যে একটি সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।  

অনুষ্ঠানে আইসিসিবির প্রধান পরিচালন কর্মকর্তা (ব্র্যান্ড অ্যান্ড মার্কেটিং) এম এম জসীম উদ্দীন, জেনারেল ম্যানেজার (অ্যাকাউন্ট অ্যান্ড ফাইন্যান্স) এস এম মনিরুল ইসলাম পলাশ ও বিসিসির সচিব মোহাম্মদ রাশেদুল ইসলামসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

আগামী ৬ থেকে ১০ নভেম্বর অনুষ্ঠিত হতে যাচ্ছে আইসিপিসি ওয়ার্ল্ড ফাইনালস ২০২২। আয়োজনের ভেন্যু হিসেবে ভূমিকা পালন করবে আইসিসিবি।

বাংলাদেশ সময়: ০৮১৫ ঘণ্টা, অক্টোবর ১৮, ২০২২
আরবি

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।

কর্পোরেট কর্নার এর সর্বশেষ