ঢাকা, মঙ্গলবার, ৩ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

ব্রিটিশ ক্রিকেটার হিসেবে কাউন্টি খেলবেন আমির

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০২৯ ঘণ্টা, জুলাই ২৩, ২০২৩
ব্রিটিশ ক্রিকেটার হিসেবে কাউন্টি খেলবেন আমির

আন্তর্জাতিক ক্রিকেট ছেড়ে দিয়েছেন প্রায় তিন বছর হতে চলল। ক্রিকেটার হিসেবে এবার নিজের জাতীয়তা বদলাতে চলেছেন মোহাম্মদ আমির।

বাঁহাতি পেসারকে ব্রিটিশ ক্রিকেটার হিসেবে আগামী মৌসুমে কাউন্টি ক্রিকেট খেলতে দেখা যাবে। এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম দ্য টেলিগ্রাফ।

কাউন্টি ক্রিকেটে এর আগেও খেলেছেন আমির। তবে সামনের মৌসুমে নতুন এক অভিজ্ঞতা হতে যাচ্ছে তার। তাকে দলে ভেড়ানোর খুব কাছাকাছি ডার্বিশায়ার। ব্রিটিশ নাগরিক নার্জিস খানকে বিয়ে করায় আমিরের সেখানকার নাগরিকত্ব পাওয়া কেবল সময়ের ব্যাপার।

ডার্বিশায়ারের সঙ্গে পাকিস্তান ক্রিকেটের একটি যোগসূত্র আছে। পাকিস্তানের বর্তমান ডিরেক্টর অফ ক্রিকেট মিকি আর্থার একইসঙ্গে কাজ করছেন ডার্বিশায়ারের হেড কোচ হিসেবে। এছাড়া পাকিস্তানের কোচ থাকাকালীন আমির ছিলেন তার গুরুত্বপূর্ণ অস্ত্র। দক্ষিণ আফ্রিকার এই কোচ এখন ডার্বিশায়ারকে ঢেলে সাজানোর পরিকল্পনা করছেন তিনি।

এদিকে কিছুদিন আগে দেওয়া এক সাক্ষাৎকারে আমির জানান, ব্রিটিশ ক্রিকেটার হিসেবে আইপিএল খেলারও পরিকল্পনা আছে তার। যদিও আমির প্রথম নন, এর আগে সাবেক পাকিস্তানি অলরাউন্ডার আজহার মাহমুদও আইপিএল খেলেছেন ব্রিটিশ নাগরিকত্ব নিয়ে।

বাংলাদেশ সময়: ২০২৭ ঘণ্টা, জুলাই  ২৩, ২০২৩
এএইচএস   
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।