ঢাকা, মঙ্গলবার, ৪ অগ্রহায়ণ ১৪৩১, ১৯ নভেম্বর ২০২৪, ১৭ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

অবসর ভেঙে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে স্টোকস

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
অবসর ভেঙে ইংল্যান্ডের বিশ্বকাপ দলে স্টোকস

বিশ্বকাপকে সামনে রেখেই বেন স্টোকসকে ফেরানোর প্রচেষ্টা চালায় ইংল্যান্ড। সেটি অবশ্য সফলও হয়েছে।

আর প্রাথমিক স্কোয়াডেও নাম লিখিয়েছেন গত বিশ্বকাপ জয়ের এই নায়ক। তবে এবার থাকছেন না তরুণ ব্যাটার হ্যারি ব্রুক ও পেসার জোফরা আর্চার।  

ক্রিকেট বিশ্বকাপ ২০২৩-কে সামনে রেখে গতকাল ১৫ সদস্যের প্রাথমিক স্কোয়াড ঘোষণা করে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)।

গত বছরের জুলাই মাসে ওয়ানডে ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দেন স্টোকস। কারণ হিসেবে সেসময় তিনি বলেছিলেন একইসঙ্গে তিন সংস্করণে ভালো পারফরম্যান্স করা সম্ভব না। এবার সেই সিদ্ধান্ত পরিবর্তন করে ভারতে অনুষ্ঠেয় বিশ্বকাপকে সামনে রেখে দলে ফিরেছেন তিনি।  

বিশ্বকাপের দলে নতুন হিসেবে জায়গা পেয়েছেন ফাস্ট বোলার গাস অ্যাটকিনসন। নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজেও দেখা যাবে তাকে। ঘরোয়া ক্রিকেটে দারুণ পারফরম্যান্স দেখিয়ে দলে এসেছেন তিনি। কদিন আগে দা হান্ড্রেড-এ ঘণ্টায় ৯৫ মাইল গতিতে বল করে নজর কেড়েছিলেন সবার।

দল থেকে বাদ পড়েছেন তরুণ ব্যাটার হ্যারি ব্রুক। এছাড়া থাকছেন না ফাস্ট বোলার জোফরা আর্চারও। চোটের কারণে অবশ্য তিনি জায়গা হারিয়েছেন। তবে তাকে ‘রিজার্ভ’ হিসেবে বিশ্বকাপে নিয়ে যাওয়া হতে পারে বলে জানান ইংল্যান্ড ক্রিকেটা বোর্ডেল নির্বাচক লুক রাইট।

১৫ সদস্যের বিশ্বকাপ স্কোয়াড: জস বাটলার (অধিনায়ক), মঈন আলি, গাস অ্যাটকিনসন, জনি বেয়ারস্টো, স্যাম কারান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, আদিল রশিদ, জো রুট, জেসন রয়, বেন স্টোকস, রিস টপলে, ডেভিড উইলি, মার্ক উড, ক্রিস ওকস।

বাংলাদেশ সময়: ১৩০৬ ঘণ্টা, আগস্ট ১৭, ২০২৩
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।