ঢাকা, বৃহস্পতিবার, ১১ পৌষ ১৪৩১, ২৬ ডিসেম্বর ২০২৪, ২৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

প্রথম ম্যাচ খেলার জন্য শতভাগ প্রস্তুত সাকিব : শান্ত

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৮ ঘণ্টা, অক্টোবর ২, ২০২৩
প্রথম ম্যাচ খেলার জন্য শতভাগ প্রস্তুত সাকিব : শান্ত

ফুটবল খেলতে গিয়ে চোট পেয়েছিলেন সাকিব আল হাসান। তাতে খেলতে পারেননি শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম প্রস্তুতি ম্যাচে।

এরপর ইংল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় প্রস্তুতি ম্যাচও খেলছেন না তিনি। এ ম্যাচে নেতৃত্ব দিচ্ছেন সহ-অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।  

স্বাভাবিকভাবেই অনেকের মনে প্রশ্ন জাগে, আফগানিস্তানের বিপক্ষে মূল পর্বের প্রথম ম্যাচে খেলতে পারবেন তো সাকিব? সেই নিশ্চয়তা দিয়েছেন শান্ত। ইংল্যান্ডের বিপক্ষে টসের সময় তিনি বলেছেন, ‘সাকিব শতভাগ ফিট আছেন। প্রথম ম্যাচ খেলার জন্য তিনি প্রস্তুত। ’

হ্যামস্ট্রিংয়ের চোট নিয়ে এশিয়া কাপ থেকে ফিরেছিলেন শান্ত। পরে নিউজিল্যান্ডের বিপক্ষে তৃতীয় ওয়ানডেতে ফিরে নেতৃত্বও দেন এই টপ অর্ডার ব্যাটার। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে অবশ্য রাখা হয়নি তাকে। তবে আজ অধিনায়ক হিসেবে ইংলিশদের বিপক্ষে টস করতে নামেন তিনি।

এ ম্যাচে বাংলাদেশের বেশ কয়েকজন পেসারকে বিশ্রাম দেওয়া হবে। গোয়াহাটির গরমে তাদের চোট পাওয়া থেকে আগলে রাখতেই এমন সিদ্ধান্ত। ম্যাচটিতে টস জিতে আগে ব্যাট করছে বাংলাদেশ। এই প্রতিবেদন লেখা অবধি ১৬ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে করেছে ৭৮ রান। ৪৫ রানে আউট হয়েছেন ওপেনার তানজিদ হাসান তামিম।

বাংলাদেশ সময় : ১৫৫৫ ঘণ্টা, অক্টোবর ০২, ২০২৩
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।