ঢাকা, বৃহস্পতিবার, ১৩ অগ্রহায়ণ ১৪৩১, ২৮ নভেম্বর ২০২৪, ২৬ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

হেনড্রিকস-নিশামের ফিফটিতে রংপুরের রানপাহাড়

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
হেনড্রিকস-নিশামের ফিফটিতে রংপুরের রানপাহাড়

রেজা হেনড্রিকসের দারুণ ফিফটির পর লড়াই করলেন সাকিব আল হাসানও। যদিও খুব বেশি রান যোগ করতে পারেননি।

শেষদিকে ব্যাটে ঝড় তোলেন জিমি নিশাম। তার বিধ্বংসী ফিফটিতে আসরে প্রথমবারের মতো দুইশ ছাড়ানো সংগ্রহ পায় রংপুর রাইডার্স।  

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ২৭তম ম্যাচে মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের বিপক্ষে নির্ধারিত ২০ ওভারে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে রংপুর রাইডার্স।  

রনি তালুকদার ও হেনড্রিকসের ব্যাঠে ভালো শুরু পায় রংপুর। ৪১ বলে তারা গড়েন ৬১ রানের জুটি। সপ্তম ওভারে রনিকে ফিরিয়ে এই জুটি ভাঙেন নিহাদুজ্জামান। ১৭ বলে ২৪ রান করে সাজঘরে ফেরেন রংপুর ওপেনার। তিনে নেমে ঝড়ো শুরু করেন সাকিব। হেনড্রিকসের সঙ্গে গড়েন ৬০ রানের জুটি। ১৬ বলে ২৭ রান করেন এই অলরাউন্ডার।  

অপরপ্রান্তে ব্যাট করা রিজা পঞ্চাশ পূর্ণ করেন ৩৬ বলে। এরপর বেশিক্ষণ টেকেননি। ৪১ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫৮ রান করে হারান উইকেট। চতুর্থ উইকেটে দারুণ এক জুটি গড়েন নুরুল হাসান সোহান ও জিমি নিশাম। ৪৬ বলে তাদের ৮৯ রানের অপরাজিত জুটিতে আসরে প্রথমবারের মতো দুইশ ছাড়ানো সংগ্রহের দেখা মিলল।  

২৬ বলে ৫ চার ও ৩ ছক্কায় ৫১ রান করে অপরাজিত থাকেন নিশাম। সোহান খেলেন ২১ বলে ৩১ রানের অপরাজিত ইনিংস। চট্টগ্রামের হয়ে জোড়া উইকেট নেন সালাউদ্দিন সাকিল। একটি উইকেট পান নিহাদুজ্জামান।  

বাংলাদেশ সময়: ১৫১৫ ঘণ্টা, ফেব্রুয়ারি ১০, ২০২৪
আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।