ঢাকা, শুক্রবার, ২১ অগ্রহায়ণ ১৪৩১, ০৬ ডিসেম্বর ২০২৪, ০৩ জমাদিউস সানি ১৪৪৬

ক্রিকেট

দলকে শিরোপা জিতিয়ে টুর্নামেন্টসেরা তামিম

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৪৮ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
দলকে শিরোপা জিতিয়ে টুর্নামেন্টসেরা তামিম

বিপিএলে শিরোপা আগেও জিতেছেন তামিম ইকবাল। তখন অবশ্য কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে খেলেছিলেন।

এবার সেই কুমিল্লাকে হারিয়ে তার নেতৃত্বে চ্যাম্পিয়ন হয় ফরচুন বরিশাল।

তামিমের অধিনায়কত্ব ছিল প্রশংসার দাবিদার। শুধু তা-ই নয়, ব্যাট হাতেও আলো ছড়িয়েছেন তিনি। ১৫ ম্যাচ খেলে সর্বোচ্চ ৪৯২ রান করেছেন বরিশাল অধিনায়ক। তিনটি ফিফটিসহ ৩৫.১২ গড়ে তার স্ট্রাইকরেট ছিল ১২৭.১৩। এমন পারফরম্যান্সই তাকে এনে দিয়েছে টুর্নামেন্ট সেরার স্বীকৃতি।  পুরস্কার হিসেবে ১০ লাখ টাকা পেয়েছেন তামিম। এছাড়া সেরা ব্যাটার হিসেবে পেয়েছেন পাঁচ লাখ টাকা।

বিপিএলে এর আগে কখনোই টুর্নামেন্ট সেরার পুরস্কার জেতেননি তামিম। সর্বোচ্চ চারবার এ পুরস্কার জিতেছেন সাকিব আল হাসান। একবার করে জিতেছেন আশার জাইদি, আন্দ্রে রাসেল, মাহমুদউল্লাহ রিয়াদ ও ক্রিস গেইল।

বাংলাদেশ সময়ঃ ২২৪৫ ঘণ্টা, মার্চ ১, ২০২৪
এএইচএস  
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।