ঢাকা, বৃহস্পতিবার, ৯ মাঘ ১৪৩১, ২৩ জানুয়ারি ২০২৫, ২২ রজব ১৪৪৬

ক্রিকেট

দেশে খেলা ছাড়া বাইরের বিষয় নিয়ে বেশি কথা হয়, বলছেন আকরাম

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৭২৪ ঘণ্টা, মে ২৫, ২০২৪
দেশে খেলা ছাড়া বাইরের বিষয় নিয়ে বেশি কথা হয়, বলছেন আকরাম

বিশ্বকাপের আগে বাংলাদেশের সিরিজ ছিল দুটি। জিম্বাবুয়ের বিপক্ষে পাঁচ ম্যাচ টি-টোয়েন্টিতে ৪-১ ব্যবধানে জেতে ঘরের মাঠে।

কিন্তু এই জিম্বাবুয়ে দল ২০ দলের বিশ্বকাপে সুযোগই পায়নি। এরপর বিশ্বকাপের অন্যতম স্বাগতিক দল যুক্তরাষ্ট্রের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলছে বাংলাদেশ।  

প্রথম দুই ম্যাচেই হেরে ইতোমধ্যে সিরিজ খুইয়েছে বাংলাদেশ, আছে হোয়াইটওয়াশ হওয়ার সম্ভাবনাও। এর মধ্যে দ্বিতীয় ম্যাচের পর সাকিব আল হাসান বলেছেন, জিম্বাবুয়ে-যুক্তরাষ্ট্রের বিপক্ষে খেলে বিশ্বকাপের প্রস্তুতি হয় না। নানাদিক থেকেও সমালোচনা আছে। বিষয়টি নিয়ে এবার চটেছেন বিসিবি পরিচালক ও সাবেক অধিনায়ক আকরাম খান।

তিনি বলেন, ‘আমি এ কথাটা বলতে বলতে ক্লান্ত হয়ে গেছি, আমরা একমাত্র দেশ, যেখানে খেলার চেয়ে খেলার বাইরের বিষয় নিয়ে বেশি কথা বলি। আমরা যার সাথেই খেলি জিম্বাবুয়ে, যুক্তরাষ্ট্র বা অস্ট্রেলিয়া হলেও সেখানে শেখার এবং পারফর্ম করার খুব ভালো সুযোগ থাকে। ’

‘এটা না করে আমরা অন্য জিনিস নিয়ে বেশি কথা বলি। আপনি দেখেন প্রত্যেকটা বড় টুর্নামেন্টে আমরা অনেক বড় বড় কথা বলেছি। গত বিশ্বকাপ দেখেন, তার আগে ২০১৯ বিশ্বকাপ, দুবাইতেও...(২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপ)। অফিশিয়াল বলেন বা যারাই বলেন, এতোবেশি খেলার বাইরের বিষয়গুলোতে যুক্ত হয়, এটা পারফরম্যান্সে প্রভাব ফেলে। এগুলো বাদ দিয়ে খেলায় মনোযোগ দেওয়া উচিত। কার সাথে খেলা হবে সেটা যারা দায়িত্বে আছেন তারা ঠিক করবেন। ক্রিকেটার বা কোচ কাউকে এগুলা নিয়ে চিন্তা করা উচিত না। ’

প্রতিবার বিশ্বকাপেই বড় স্বপ্ন নিয়ে যায় বাংলাদেশ। এবার প্রত্যাশা কিছুটা কম ছিল। কিন্তু যেটুকু ছিল, বিশ্বকাপের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে সিরিজ হারায় সেটি আরও কমে গেছে। বাংলাদেশের ক্রিকেটারদের আরও বেশি দায়িত্ব নিয়ে খেলা উচিত বলে মনে করেন আকরাম।

তিনি বলেন, ‘আমাদের যে আশা, সেটা এখন শূন্য। আমরা যেভাবে খেলি বা যে আশা থাকে, সেটার কিছু খুঁজে পাইনি। যারা খেলছে তাদের দায়িত্ব নিয়ে খেলা উচিত। অন্য যেকোনো দলের চেয়ে আমরা বেশি ব্যাটার নিয়ে খেলি, কারণ আমাদের সমস্যা ব্যাটিংয়ে। ’

বাংলাদেশ সময়: ১৭২৩ ঘণ্টা, মে ২৫, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।