ঢাকা, সোমবার, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২৫ নভেম্বর ২০২৪, ২৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাওয়ার প্লেতেই ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২২৫০ ঘণ্টা, জুন ২৯, ২০২৪
পাওয়ার প্লেতেই ২ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

বিরাট কোহলির হাফ সেঞ্চুরিতে রেকর্ড সংগ্রহ দাঁড় করালো ভারত। তাড়া করতে নেমে খুব একটা হাতখুলে খেলতে পারছে না দক্ষিণ আফ্রিকা।

পাওয়ার প্লের ভেতরই হারিয়ে ফেলে দুই উইকেট। এই প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ ওভারে ২ উইকেটে ৪২ রান করেছে তারা। কুইন্টন ডি কক ২০ ও ট্রিস্টান স্টাবস ব্যাট করছেন ১২ রানে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা লড়াইয়ে আজ মুখোমুখি হয়েছে ভারত-দক্ষিণ আফ্রিকা।  বার্বাডোজের কিংসটন ওভালে টস জিতে ব্যাটিংয়ে নেমে ৭ উইকেটে ১৭৬ রান করেছে ভারত। কোহলি একাই যেখানে করেছেন ৭৬ রান। পুরো আসরে নিষ্প্রভ থাকার পর ফাইনালে এসে প্রথম ফিফটির দেখা পেলেন তিনি।

জবাব দিতে নেমে পাওয়ার প্লেতে ভারতের চেয়ে তিন রান কম করেছে দক্ষিণ আফ্রিকা। ভারতকে প্রথম ব্রেকথ্রু  এনে দেন জাসপ্রিত  বুমরাহ। দ্বিতীয় ওভারে দারুণ এক আউটসুইংয়ে ওপেনার রিজা হেনড্রিকসকে (৪) বোল্ড করেন তিনি।

পরের ওভারে প্রোটিয়া অধিনায়ক এইডেন মার্করামকে (৪) ফেরান অর্শদীপ সিং। তার লেংথ ডেলিভারিতে ড্রাইভ করতে গিয়ে উইকেটের পেছনে থাকা ঋষভ পন্তকে ক্যাচ দিয়ে আসেন মার্করাম। ১২ রানে ২ উইকেট হারিয়ে ফেললেও ডি কক ও ট্রিস্টান স্টাবসের ব্যাটে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে প্রোটিয়ারা।

বাংলাদেশ সময়: ২২৫০ ঘণ্টা, জুন ২৯, ২০২৪

এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।