ঢাকা, শুক্রবার, ৩০ কার্তিক ১৪৩১, ১৫ নভেম্বর ২০২৪, ১৩ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

লঙ্কান লিগে খেলতে দেশ ছাড়লেন হৃদয়-তাসকিন-মোস্তাফিজ

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫১৬ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
লঙ্কান লিগে খেলতে দেশ ছাড়লেন হৃদয়-তাসকিন-মোস্তাফিজ

বিশ্বকাপ থেকে ফেরার পর এখন বেশিরভাগ ক্রিকেটারই আছেন বিশ্রামে। তবে ফেরার একদিনের মধ্যে দেশ ছাড়তে হচ্ছে তিন ক্রিকেটারকে।

লঙ্কান প্রিমিয়ার লিগে (এলপিএল) খেলতে শ্রীলঙ্কার উদ্দেশে রওনা দিয়েছেন তাসকিন আহমেদ, মোস্তাফিজুর রহমান ও তাওহিদ হৃদয়। রোববার দুপুরে দেশ ছাড়েন তারা

গত আসরে জাফনা কিংসের হয়ে এলপিএলে খেলেন হৃদয়। এবার হৃদয়ের ঠিকানা ডাম্বুলা সিক্সার্স। একই দলের আইকন ক্রিকেটার বাংলাদেশের মোস্তাফিজ। তাসকিন খেলবেন কলম্বো স্ট্রাইকার্সের হয়ে।

এবারই প্রথম এলপিএল খেলতে চাওয়া তাসকিন দেশ ছাড়ার আগে দোয়া চেয়েছেন। বিমানবন্দরে তার সঙ্গী ছিলেন পরিবারের সদস্যরাও। ফ্র্যাঞ্চাইজি লিগে ভিন্ন অভিজ্ঞতার স্বাদ পেতে যাচ্ছেন তাসকিন।  

আগামীকাল থেকে থেকে শুরু হবে এবারের এলপিএল। রাত ৮টায় হৃদয়-মোস্তাফিজের ডাম্বুলা সিক্সার্সের ম্যাচ দিয়ে শুরু হবে এবারের এলপিএল। তাসকিনের কলম্বো স্ট্রাইকার্সের ম্যাচ একদিন পর। আগামী ২১ জুলাই হবে টুর্নামেন্টের ফাইনাল।

বাংলাদেশ সময়: ১৫১৬ ঘণ্টা, জুন ৩০, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।