ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

‘সবসময় আমাদের লক্ষ্য নেক্সট বিশ্বকাপ’ কথাটা কীভাবে বানিয়েছে প্রশ্ন পাপনের

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২১১৯ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
‘সবসময় আমাদের লক্ষ্য নেক্সট বিশ্বকাপ’ কথাটা কীভাবে বানিয়েছে প্রশ্ন পাপনের

প্রায় প্রতি বিশ্বকাপের আগেই ছোট্ট একটি ভিডিও ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনকে বলতে শোনা যায়, সবসময় আমাদের লক্ষ্য নেক্সট বিশ্বকাপ।

এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে-পরেও সেটি ছড়িয়ে পড়ে।  

বাংলাদেশ সুপার এইট খেলেছে। মঙ্গলবার বিসিবির বোর্ড সভায় তাদের পারফরম্যান্স নিয়ে আলাপও হয়েছে। এরপর সংবাদ সম্মেলনে এলে পাপনের কাছে জানতে চাওয়া হয়, সবসময় যদি লক্ষ্য পরের বিশ্বকাপ হয়; তাহলে সেটি কবে আসবে?

উত্তরে পাপন বলেন, ‘এই যে আপনি কথাটা বললেন। আমরা খেলার আগে বলি যে নেক্সট বিশ্বকাপ। এটা কোথায় পেলেন? আমি দেখলাম এক জায়গা আমি নাকি বলছি যে...আমি জীবনে এই কথা বলিই নাই। এইগুলো বানান কেমনে? কে বানায়, আপনারা? আমি বলছি যারা বানায়, তারা বানায় কেমনে। ’ 

‘যা দিয়ে বানায়, এখন যদি বানানোর পর যদি কেউ প্রশ্ন করেন, আমার কিছু বলার আছে? এমন অবস্থা হচ্ছে কোনটা যে সত্যি, কোনটা মিথ্যা বলা খুব মুশকিল। আমাকে পাঠিয়ে বলে এটা কী সত্যি? আমি কীভাবে বলবো সত্যি। ’
 
এখন সামাজিক যোগাযোগ মাধ্যমে ক্রিকেটারদের নিয়ে আলোচনা অনেক। এর মধ্যে খারাপ পারফরম্যান্সের পর চোখে পড়ে অনেক ব্যক্তিগত আক্রমণও। এবার খেলোয়াড়দের সুরক্ষা দিতেও এগিয়ে আসার কথা বলেছেন বিসিবি সভাপতি।

তিনি বলেন, ‘একটা জিনিস আপনাদেরকে বলে রাখি, এই যে সমস্ত মানুষের আপনাদের সঙ্গে আমার বহু বছর হয়ে গেছে অলরেডি। প্রশ্ন করতে চান, আমি প্রশ্ন করতে না করবো, উত্তর দেবো না কখনো এরকম ছিল না। ঠিক হোক, ভুল হোক, আমার যা মনে হয়, আপনাদেরকে বলে এসেছি। কখনো কিছু লুকানোর ব্যাপার না। কিন্তু তার মানে এই না, এখন যে সমস্ত জিনিস সোশাল মিডিয়াতে চলছে। ’ 

‘পার্সোনাল যে অ্যাটাক, আর অ্যাটাকের একটা নমুনা আছে। টিম হেরে গেলে, টিম খারাপ খেললে মানুষজন রাগ করবে, সমালোচনা করবে, সেটারও একটা লিমিট আছে। কিছু কিছু ক্ষেত্রে সেটা সমস্ত লিমিট ক্রস করে গেছে। আমরা এটা আর কোনোভাবেই গ্রহণ করবো না। ’

বাংলাদেশ সময়: ২১১৯ ঘণ্টা, জুলাই ২, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।