ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

অসুস্থ নাফিস, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬১০ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
অসুস্থ নাফিস, এয়ার অ্যাম্বুলেন্সে আনা হলো ঢাকায়

অসুস্থ হয়ে পড়েছেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার নাফিস ইকবাল। তার মাইনর স্ট্রোক হয়েছে বলে জানা গেছে।

এজন্য চট্টগ্রাম থেকে এয়ার অ্যাম্বুলেন্সে করে নাফিসকে ঢাকায় আনা হয়েছে।  

জানা গেছে, কয়েক দিন ধরেই অসুস্থ বোধ করছিলেন নাফিস। আজ অবস্থার অবনতি হলে তাকে চট্টগ্রামের হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে ঢাকায় আনা হয়েছে তাকে। সবশেষ বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে লজিস্টিক ম্যানেজার হিসেবে কাজ করেছেন তিনি।

নাফিসের অসুস্থতার সংবাদ জানিয়ে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের কিউরেটর জাহিদ রেজা বাবু ফেসবুকে লিখেছেন, ‘তামিম ইকবালের বড় ভাই সাবেক জাতীয় দলের খেলোয়াড়, বাংলাদেশ দলের লজিস্টিক ম্যানেজার নাফিজ ইকবাল অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আছেন। আল্লাহ্ তা'আলা তাকে দ্রুত সুস্থতা দান করুক। আমিন। ’

বাংলাদেশ সময় : ১৬০৭ ঘণ্টা, জুলাই ৫, ২০২৪
এমএইচবি/এএইচএস
 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।