ঢাকা, বুধবার, ৮ মাঘ ১৪৩১, ২২ জানুয়ারি ২০২৫, ২১ রজব ১৪৪৬

ক্রিকেট

নারী এশিয়া কাপে আম্পায়ারিং করবেন জেসি

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫০৯ ঘণ্টা, জুলাই ৬, ২০২৪
নারী এশিয়া কাপে আম্পায়ারিং করবেন জেসি

বাংলাদেশের বেশ কয়েকজন নারী আম্পায়ার উঠে এসেছেন সম্প্রতি। এর মধ্যে সাথিরা জাকির জেসি একজন।

এবার তিনি যাচ্ছেন প্রথমবারের মতো নারী এশিয়া কাপে আম্পায়ারিং করতে।

ওই খবর জানিয়ে ফেসবুকে জেসি লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ স্বপ্ন সত্যি হলো, নতুন মিশন উইমেনস এশিয়া কাপ ২০২৪ (শ্রীলঙ্কা)। আনন্দের সঙ্গে জানাচ্ছি, বাংলাদেশ ক্রিকেট বোর্ড এবারের নারী এশিয়া কাপে আম্পায়ারিংয়ের জন্য আমাকে মনোনীত করেছে। সবাই আমার জন্য দোয়া করবেন। ’

আগামী ১৯ ‍জুলাই শ্রীলঙ্কায় শুরু হবে এবারের নারী এশিয়া কাপ, ফাইনাল হবে ২৮ জুলাই। এশিয়া কাপে ‘বি’ গ্রুপে রয়েছে বাংলাদেশ। যেখানে তাদের সঙ্গী শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ২০ জুলাই শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের এশিয়া কাপ।  

কিছুদিন আগে বাংলাদেশের পাঁচজন নারী ম্যাচ অফিশিয়ালকে ডেভেলপম্যান্ট প্যানেলে যুক্ত করে আইসিসি। সাথিরা জাকির জেসি, রোকেয়া সুলতানা, ডলি রানি সরকার ও চম্পা চাকমা আম্পায়ার এবং ম্যাচ রেফারি হিসেবে সুপ্রিয়া রানী দাসও ওই প্যানেলে যুক্ত হয়েছেন।

বাংলাদেশ সময়: ১৫০৮ ঘণ্টা, জুলাই ০৬, ২০২৪
এমএইচবি/আরইউ

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।