গত বছর ভারত ও পাকিস্তানের বিপক্ষে ঘরের মাঠে বেশ কিছু ম্যাচ জেতে বাংলাদেশ। এরপর থেকে বাড়তে থাকে আশাও।
এবারের এশিয়া কাপেও সেমিফাইনালে ভারতের কাছে বড় ব্যবধানে হেরে বিদায় নিয়েছে বাংলাদেশ। এরপর নারী দলের কোচ হাশান তিলকারাত্নে জানিয়েছেন বড় দলের বিপক্ষে আরও বেশি ম্যাচ খেলার চাওয়ার কথা।
তিনি বলেন, ‘সামনে এগোনোর পথে আমাদের মেয়েদের এটা ভালো একটা অভিজ্ঞতা হলো, এরকম বড় দলের সঙ্গে খেলে। এটা খুবই গুরুত্বপূর্ণ, সেরাদের বিপক্ষে খেলতে পারলে নিজেদের খেলায় উন্নতি হয়। ’
‘পুরো ব্যাপারটি হলো বোধের। বোধ দিয়েই ম্যাচ জিততে হয়, স্কিল দিয়ে নয়। স্কিল তাদের আছে, কিন্তু লেখাটাকে আরও ভালোভাবে বুঝতে হবে ওদের। সেটির সবচেয়ে সেরা উপায় হলো, উঁচু মানের প্রতিদ্বন্দ্বিতা। সেরা দলগুলোর বিপক্ষে নিয়মিত ম্যাচ খেলতে হবে আমাদের। ’
বাংলাদেশ সময় : ২০৪২ ঘণ্টা, জুলাই ২৭, ২০২৪
এমএইচবি/এএইচএস