ঢাকা, বুধবার, ২৭ ভাদ্র ১৪৩১, ১১ সেপ্টেম্বর ২০২৪, ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

কোটা আন্দোলনকারীদের জন্য ক্রিকেটারদের মোনাজাত

স্টাফ করেসপন্ডেন্ট (স্পোর্টস) | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১১৫০ ঘণ্টা, আগস্ট ৭, ২০২৪
কোটা আন্দোলনকারীদের জন্য ক্রিকেটারদের মোনাজাত

কোটা সংস্কার আন্দোলনে নিহত শহীদদের স্মরণ করেছেন ক্রিকেটাররা। কয়েকদিনের স্থবিরতা কাটিয়ে কার্যক্রম শুরু হয়েছে ক্রিকেটের।

বুধবার সকাল ১০টায় মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ‘এ’ দলের অনুশীলন শুরু হয়।  

অনুশীলনের শুরুতে কোটা সংস্কার আন্দোলনে নিহতদের স্মরণে এক মিনিট নিরবতা পালন করেন ক্রিকেটাররা। পরে তারা মোনাজাত ধরে তাদের জন্য দোয়া করেন।  

কয়েকদিনের মধ্যেই পাকিস্তান সফরে যাওয়ার কথা রয়েছে ‘এ’ দলের। এই স্কোয়াডে আছেন জাতীয় দলের ক্রিকেটার মুশফিকুর রহিম-মেহেদী হাসান মিরাজ-এনামুল হক বিজয়রা। যদিও রাজনৈতিক পরিস্থিতির কারণে অনুশীলন স্থগিত ছিল।  

অনিশ্চয়তা কাটিয়ে বুধবার থেকে অনুশীলন শুরু হয়েছে। পাকিস্তানে ‘এ’ দলের সফরের পর যাওয়ার কথা রয়েছে জাতীয় দলেরও। দুটি টেস্ট ম্যাচ খেলবে তারা।  

বাংলাদেশ সময়: ১১৫০ ঘণ্টা, আগস্ট ০৭, ২০২৪
এমএইচবি/এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।