ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

আমাদের ফেনীর মানুষকে বাঁচান: সাইফউদ্দিন

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ২০৪২ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
আমাদের ফেনীর মানুষকে বাঁচান: সাইফউদ্দিন

ভারতের উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল আর ভারী বৃষ্টিতে স্মরণকালের ভয়াবহ বন্যায় ডুবে গেছে বাংলাদেশের ফেনীসহ ১২টি জেলা। এর মধ্যে ফেনীর অবস্থা সবচেয়ে ভয়াবহ।

বাঁধ ভেঙে ও বাঁধ উপচে জেলার অধিকাংশ জায়গা পানির নিচে তলিয়ে গেছে। এমনকি কিছু কিছু অঞ্চলে পানি দুই তলার ছাদ পর্যন্ত পৌঁছে গেছে।  

ফেনীর হাজারো মানুষ এখনও পানিবন্দি অসহায় অবস্থায় রয়েছেন। নেই বিদ্যুৎ সংযোগ ও মোবাইল নেটওয়ার্ক। অসহায় বন্যার্তদের উদ্ধার করতে মাঠে নেমেছে সেনাবাহিনী, পুলিশ, নৌবাহিনী, র‍্যাব, বিমানবাহিনীসহ বিভিন্ন স্তরের স্বেচ্ছাসেবক সংস্থা। কিন্তু দুদিন ধরে চলা এই উদ্ধারকাজ তীব্র স্রোত ও অধিক পানির কারণে ব্যাহত হচ্ছে। চলাচলের প্রায় সব রাস্তা ডুবে গেছে। তুমুল স্রোতের কারণে উদ্ধারকারীদের পক্ষে অনেক জায়গায় পৌঁছানো সম্ভব হচ্ছে না। ফেনীর প্রত্যন্ত অঞ্চলে এখনও আটকে আছেন অনেক মানুষ।

এ অবস্থায় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ফেনীবাসীর পাশে দাঁড়ানোর আহ্বান জানিয়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফউদ্দিন। তার নিজের বাড়িও ফেনীতে। আজ রাতে দেওয়া এক ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, 'সবার কাছে বিনীত অনুরোধ আমাদের ফেনীর মানুষকে বাঁচান, খুব বাজে অবস্থা গ্রামের মানুষের গগনবিদারী চিৎকার আর সহ্য হচ্ছে না। '  

পোস্টে একটি ভিডিও বার্তা সংযুক্ত করেছেন সাইফউদ্দিন। যে ভিডিওবার্তার শুরুতে তাকে দেখা ফেনীর একটি সড়কে কোমরসমান পানিতে দাঁড়িয়ে আছেন। ভিডিওর প্রথম অংশে তাকে বলতে শোনা যায়, 'আসসালামু আলাইকুম। আসলে অনেক ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে পার করতেছি, ঘরে বসে থাকতে পারলাম না। আমরা বিদ্যুৎ বিচ্ছিন্ন, মোবাইল নেটওয়ার্ক কিছুই নাই। এই মুহূর্তে আসলে দুঃখের সঙ্গে বলতে হয়, আমাদের অনেক বেশি স্পিড বোট বা নৌকার প্রয়োজন। ' 

'বিশেষ করে আমাদের গ্রামাঞ্চলে শিবপুর, পরশুরাম, ফুলগাজি, ছাগলনাইয়া সব জায়গার মানুষ খুব কষ্টে দিন পার করতেছে। যোগাযোগও করতে পারছি না ওদের সাথে। কিন্তু আপনারা বাংলাদেশের যে প্রান্তে বোট বা স্পিড বোট আছে প্লিজ ব্যবস্থা করুন। এখানে যে পরিমাণ রেসকিউ টিম প্রয়োজন, সে পরিমাণ আসেনি। আপনাদের কাছে অনুরোধ থাকবে, আসলে এই মুহূর্তে আমাদের অনুরোধ করা ছাড়া আর উপায় নাই। কারণ আমাদের হাতে কিছু নেই। নেটওয়ার্ক নেই যে যোগাযোগ করবো কোথাও...। সবাই ইনশাল্লাহ এগিয়ে আসুন। কারণ আমাদের ফেনীর মানুষ খুব ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে দিন পার করতেছে। সবাই দোয়া করবেন। '

ভিডিওর আরেকটি অংশ সাইফউদ্দিন রেকর্ড করেছেন ১২ তলা বাড়ির ছাদের ওপর। কারণ নেটওয়ার্ক পাওয়া যাচ্ছে না। আপলোড করার জন্য ছাদে ওঠে সাইফউদ্দিন বলেন, 'ভিডিওটি আপলোড করার জন্য ১২ তলার ওপর উঠেছি। আপলোড করার জন্য। হয়তো এই ভিডিওর পর হয়তো আবার অনলাইনে থাকবো না। আপনারা যারা আসবেন, তারা অবশ্যই ট্রাঙ্ক রোডে আসবেন। এখানে অনেক স্বেচ্ছাসেবী আছেন। আমাদের গ্রাম বিশেষ করে লস্করহাটের পর ফাজিলপুর, শিবপুর ওইদিকে মানুষজন বা রেসকিউ টিম যেতে খুব ভয় পাচ্ছে। প্রশিক্ষণপ্রাপ্ত রেসকিউ টিম ছাড়া কেউ সেখানে যাওয়ার সাহস পাচ্ছে না। আপনারা চেষ্টা করবেন ছাগলনাইয়া, পরশুরাম এলাকাগুলোতে গিয়ে মানুষগুলোকে উদ্ধার করার। ত্রাণের চেয়েও এখন মানুষের বেশি দরকার মানুষের জীবন রক্ষা করা। '

তিনি আরও বলেন, 'আমাদের ফেনী শহরের ট্রাঙ্ক রোডে এখন কয়েকটি লাশ পড়ে আছে। কারণ দাফল করার মতো কোনো শুঁকনো জায়গা নেই। অনেক হিন্দু মানুষও মারা গেছে। শ্মশানে নিয়ে যাওয়ার মতো অবস্থাই নেই। আমি বাংলাদেশ সরকারের কাছে অনুরোধ করবো, আপনারা আপনাদের সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে বাংলাদেশের মানুষকে উদ্ধার করুন। নাহলে এখানে হাজার হাজার মৃত্যু আমাদের দেখতে হবে। '

 বাংলাদেশ সময়: ২০৪০ ঘণ্টা, আগস্ট ২৩, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।