ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

তামিমকে ছাড়িয়ে গেলেন মুশফিক, বাংলাদেশের লিড

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬০১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
তামিমকে ছাড়িয়ে গেলেন মুশফিক, বাংলাদেশের লিড

রাওয়ালপিন্ডি টেস্টে দারুণ এক ইনিংস খেলছেন মুশফিকুর রহিম। সেঞ্চুরি তো পেয়েছেনই, স্পর্শ করেন ১৫০ রানের মাইলফলক।

তার ব্যাটে চড়েই পাকিস্তানের বিপক্ষে প্রথম ইনিংসে লিডের দেখা পেয়েছে বাংলাদেশ। এই ইনিংস খেলার পথেই তামিম ইকবালকে ছাড়িয়ে বিদেশের মাটিতে টেস্টে বাংলাদেশের সর্বোচ্চ রান সংগ্রাহক হয়েছেন মুশফিক।

এই প্রতিবেদন লেখা পর্যন্ত চতুর্থ দিনের দ্বিতীয় সেশন শেষে ৬ উইকেটে ৪৯৫ রান করেছে বাংলাদেশ। লিড ৪৭ রানের। সপ্তম উইকেটে অবিচ্ছিন্ন জুটিতে ১৬৩ রান তুলেছেন মুশফিকুর রহিম ও মেহেদী হাসান মিরাজ ।

টেস্টে বিদেশির মাটিতে ৩০ ম্যাচে ২ হাজার ৩২৯ রান করেছেন তামিম। তাকে আজ টপকে যান মুশফিক। ৩৬ টেস্ট খেলে এখন পর্যন্ত ২ হাজার ৩৬৩ রান করেছেন ডানহাতি এই ব্যাটার। এই তালিকার তিনে হাবিবুল বাশার (১৬৩৭), চারে সাকিব আল হাসান (১৫৪১) ও পাঁচে আছেন মোহাম্মদ আশরাফুল (১৫১৮)।

আজ প্রথম সেশনে কেবল এক উইকেট পড়লেও দ্বিতীয় সেশনের পুরোটাই নির্বিঘ্নে কাটিয়ে দেন মুশফিক ও মিরাজ। ক্যারিয়ারের সপ্তম ফিফটি তুলে নেওয়া মিরাজ অপরাজিত আছে ৫০ রানে। ১৭৩ রানে অপরাজিত আছেন ডাবল সেঞ্চুরির পথে হাঁটতে থাকা মুশফিক।  

বাংলাদেশ সময়: ১৬০০ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।