ঢাকা, বুধবার, ২৮ কার্তিক ১৪৩১, ১৩ নভেম্বর ২০২৪, ১১ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

সাকিবের ব্যাপারে ‘অবস্থান’ এখনো পরিষ্কার নয় বিসিবির

স্টাফ করেসপন্ডেন্ট, স্পোর্টস | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৯০১ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
সাকিবের ব্যাপারে ‘অবস্থান’ এখনো পরিষ্কার নয় বিসিবির

পাকিস্তানে টেস্ট খেলেছেন সাকিব আল হাসান। এর মধ্যেই তার বিরুদ্ধে দেশে হত্যা মামলা হয়েছে।

এখন প্রশ্ন উঠছে, সাকিব খেলতে পারবেন কি না। এ অবস্থায় তাকে নিয়ে এখনো নিজেদের অবস্থান ঠিক করতে পারেনি বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। চলমান টেস্ট শেষ হওয়ার পর চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে বলে জানিয়েছেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। কোনো আইনজীবির লিগ্যাল নোটিশ হাতে পাননি বলেও জানিয়েছেন তিনি।

বুধবার বিসিবি পরিচালকদের সঙ্গে বৈঠকে বসেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ। এরপর তিনি গণমাধ্যমের মুখোমুখি হলে তার কাছে সাকিবের বিষয়ে জানতে চান সাংবাদিকরা। ম্যাচ চলমান থাকায় এ বিষয়ে কোনো সিদ্ধান্ত নিতে পারেননি বলে জানান ফারুক।  

তিনি বলেন, ‘আপনি জানেন একটা মামলা হয়েছে। লিগ্যাল নোটিশটা আমরা পাইনি এখনো, সেটার ব্যাপারে বলতে পারব না। মামলাটা এফআইআর হয়েছে, এফআইআরের পরে তদন্ত হবে। তারপরে একটা দিকে যাবে মামলাটা। এই মুহূর্তে যেহেতু টেস্ট ম্যাচ চলছে, কালকে টেস্টের পঞ্চম দিন। এই মুহূর্তে আমরা কোনো অবস্থান নেওয়ার মতো চিন্তা করিনি। মনে করেছি আমরা কালকের ম্যাচ শেষ হলে বসে একটা সিদ্ধান্ত নেব। ’

চূড়ান্ত প্রতিবেদন জমা না হলেও সাকিব এখন হত্যা মামলার আসামী। এ ধরনের ব্যক্তিদের ক্ষেত্রে আইসিসি বা বিসিবির কোনো বিধিনিষেধ আছে কি না তাও জানতে চাওয়া হয়েছিল ফারুক আহমেদের কাছে। এ ব্যাপারেও চূড়ান্ত কিছু জানাতে পারেননি তিনি।  

ফারুক বলেন, ‘এটা তো সাধারণ একটা ব্যাপার। এফআইআর যখন হয়, এটার বিরুদ্ধে কিন্তু চার্জ গঠন হয়নি। এর আগে সিদ্ধান্ত নেওয়া খুব কঠিন। গত বেশ কিছুদিন আগে বিশাল গণ্ডগোল হয়েছে, অনেক প্রাণ নষ্ট হয়েছে। সহমর্মিতা এখনও আছে আমাদের, আমরা কিন্তু ভুলে যাইনি। এই মুহূর্তে টেস্ট ম্যাচ চলছে। বিসিবির সঙ্গে সাকিবের সঙ্গে সম্পর্ক খেলোয়াড় এবং ইম্প্লোয়ি বলতে পারেন। কালকের দিনের পর দেখে সিদ্ধান্ত নিতে পারব। ’

রাওয়ালপিন্ডি টেস্টের একাদশে আছেন সাকিব। ব্যাটিং-বোলিংও করছেন তিনি। এই মুহূর্তে তার খেলায় কোনো বাধা আছে কি না জানতে চাইলে ফারুক বলেন, ‘এখন খেলতে বাধা নেই। ম্যাচের মাঝখানে তো আর প্রত্যাহার করতে পারব না। ’

বাংলাদেশ সময় : ১৭১৫ ঘণ্টা, আগস্ট ২৪, ২০২৪
এমএইচবি/এএইচএস

 

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।