দেশের বেশ কয়েকটি জেলায় বন্যার কারণে জনজীবন হয়ে পড়েছে বিপর্যস্ত। পানিবন্দি হয়ে আছেন লাখো মানুষ।
গতকাল বাংলাদেশের বিপক্ষে রাওয়ালপিন্ডি টেস্টের চতুর্থ দিন শেষে টুইটারে সরব হন রিজওয়ান। তিনিবলেন, 'আমার চিন্তা ও প্রার্থনা বাংলাদেশের ধৈর্যশীল মানুষের প্রতি যারা এই বিধ্বস্ত বন্যার প্রভাব সহ্য করছে। এই চ্যালেঞ্জিং সময়ে আমি সকলকে অনুরোধ করছি নিজেদের পছন্দের দাতব্য সংস্থায় উদারভাবে অনুদান করে আমাদের ভাই ও বোনদের পাশে দাঁড়ান। '
বন্যার্তদের উদ্দেশে শেষে বাংলায় রিজওয়ান লিখেন, 'আমরা আপনাদের পাশে আছি। '
চলমান রাওয়ালপিন্ডি টেস্টে ব্যাট হাতে আলো ছড়িয়েছেন রিজওয়ান। প্রথম ইনিংসে পাকিস্তানের সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন তিনি। শুধু তা-ই নয়, অপরাজিত থাকেন ১৭১ রানে।
বাংলাদেশ সময়: ১০৫৮ ঘণ্টা, আগস্ট ২৫, ২০২৪
এএইচএস
My thoughts and prayers are with the resilient people of Bangladesh as they endure the impact of this devastating flood. I urge everyone to donate generously to their preferred charity to support our brothers and sisters in this challenging time.
— Muhammad Rizwan (@iMRizwanPak) August 24, 2024
আমরা আপনাদের পাশে আছি। ? ??… pic.twitter.com/w2r4LNv406