ঢাকা, বুধবার, ১ মাঘ ১৪৩১, ১৫ জানুয়ারি ২০২৫, ১৪ রজব ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ বাংলাদেশের

স্পোর্টস ডেস্ক  | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
পাকিস্তানকে হারিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপে বড় লাফ বাংলাদেশের

টেস্টে প্রথমবারের মতো পাকিস্তানকে তাদের মাটিতে হারিয়েছে বাংলাদেশ। সেই জয়ও আবার এলো ১০ উইকেটের বিশাল ব্যবধানে।

ঐতিহাসিক এ জয়ের পর আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ টেবিলে বড় লাফ দিয়েছে টাইগাররা। আইসিসি টেস্ট চ্যাম্পিয়িনশিপের তালিকায় তিন ধাপ এগিয়ে বাংলাদেশের অবস্থান এখন ছয়ে।  

গত বছরের ডিসেম্বরে নিউজিল্যান্ডের বিপক্ষে জয় দিয়ে টেস্ট চ্যাম্পিয়নশিপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। কিন্তু পরের তিন ম্যাচে নিউজিল্যান্ড (১টি) ও শ্রীলঙ্কার (২টি) বিপক্ষে হেরে নয় নম্বরে নেমে যায় তারা। রাওয়ালপিন্ডি টেস্ট জয়ের পর সেখান থেকে তিন ধাক উপরে উঠেছে বাংলাদেশ।

টেস্ট চ্যাম্পিয়নশিপের এই চক্রে ৫ ম্যাচের মধ্যে ২টিতে জয় পেয়েছে বাংলাদেশ। তাতে তাদের পয়েন্ট এখন ২৪। সমান পয়েন্ট শ্রীলঙ্কারও, কিন্তু হেড টু হেডে টেবিলের ছয় নম্বরে টাইগাররা। আর শ্রীলঙ্কা আছে পাঁচে।

৯ ম্যাচে ৬ জয়ে টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে ভারত। পরের তিনটি স্থানে আছে যথাক্রমে- অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইংল্যান্ড। তালিকার সাতে আছে দক্ষিণ আফ্রিকা। আর আট ও নয়ে আছে যথাক্রমে পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজ।

বাংলাদেশ সময়: ১৫৫৩ ঘণ্টা, আগস্ট ২৬, ২০২৪
এমএইচএম

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।