সেঞ্চুরি করা তার কাছে যেন এখন ডালভাতে পরিণত হয়েছে। ২০২১ সালের আগে 'ফ্যাব-ফোরে'র ভেতর তার টেস্ট সেঞ্চুরির সংখ্যাই সবচেয়ে কম ছিল।
যে দুর্দান্ত ফর্মে আছেন রুট তাতে শচীন টেন্ডুলকারের রেকর্ড হুমকির মধ্যেই পড়তে যাচ্ছে। চলমান লর্ডস টেস্টে জোড়া সেঞ্চুরি করে বিরল এক ক্লাবে ঢুকেছেন এই ব্যাটার। অ্যালিস্টার কুককে (৩৩) ছাড়িয়ে ইংল্যান্ডের হয়ে সবচেয়ে বেশি সেঞ্চুরির মালিক এখন তিনি।
তবে শচীনের রেকর্ড নিয়ে এখনই ভাবতে চান না রুট, 'আমি শুধু খেলতে চাই এবং দলের জন্য নিজের কাজটা করার চেষ্টা করতে চাই। যতটা পারি রান করতে চাই। '
এদিকে রুটকে নিয়ে কুক বলেন,'সে স্রেফ অবধারিতই ইংল্যান্ডের সর্বকালের সেরা। এই রেকর্ডটি তার নিজের করে নেওয়াই একদম উপযুক্ত। আমরা একজন জিনিয়াসকে দেখছি। '
বাংলাদেশ সময়: ১২৩০ ঘণ্টা, সেপ্টেম্বর ১, ২০২৪
এএইচএস