ঢাকা, রবিবার, ৯ অগ্রহায়ণ ১৪৩১, ২৪ নভেম্বর ২০২৪, ২২ জমাদিউল আউয়াল ১৪৪৬

ক্রিকেট

পাকিস্তানকে গুঁড়িয়ে ভারত সিরিজের জন্য যে বার্তা দিলেন শান্ত

স্পোর্টস ডেস্ক | বাংলানিউজটোয়েন্টিফোর.কম
আপডেট: ১৬৩৮ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪
পাকিস্তানকে গুঁড়িয়ে ভারত সিরিজের জন্য যে বার্তা দিলেন শান্ত

প্রথম টেস্টই এনে দিয়েছে ইতিহাসগড়া জয়। কিন্তু এবার যা হলো তা হয়তো অনেকেই ভাবেননি।

পাকিস্তানের মাটিতে পাকিস্তানকেই ধবলধোলাই করল বাংলাদেশ। যার ফলে আরও একটি সফলতা যোগ হলো অধিনায়ক নাজমুল হোসেন শান্তর। ব্যাট হাতে যদিও সিরিজটা ভালো যায়নি তার। কিন্তু নেতৃত্বে দেখিয়েছেন নিপুণতা। যা মুগ্ধ করেছে প্রতিপক্ষের সমর্থকদেরও।

পাকিস্তান মিশন সফল হওয়ার পর শান্ত এখন চোখ রাখছেন ভারত সিরিজের দিকে। চলতি মাসেই দুটি টেস্ট ও তিনটি টি-টোয়েন্টি খেলতে ভারত সফর করবে টাইগাররা। সেখানেও অবিশ্বাস্য কিছু করার আশা দেখালেন বাংলাদেশ অধিনায়ক।   

পুরস্কার বিতরণী মঞ্চে শান্ত বলেন, 'পরবর্তী সিরিজ খুবই গুরুত্বপূর্ণ এবং এই জয় আমাদের প্রচুর আত্মবিশ্বাস জুগিয়েছে। মুশফিক ও সাকিবের কাছে প্রচুর অভিজ্ঞতা আছে এবং সেটা ভারত সিরিজে গুরুত্বপূর্ণ। এমন কন্ডিশনে মিরাজ যেভাবে বল করে ৫ উইকেট নিল তা খুবই অসাধারণ। আশা করি ভারতের বিপক্ষেও সে একই কাজ করবে। '

পাকিস্তান সিরিজে দারুণভাবে নিজেদের মেলে ধরেছেন পেসাররা। দ্বিতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে সবগুলো উইকেটই গিয়েছে পেসারদের দখলে। তাদের প্রশংসায় শান্ত বলেন, 'এই জয়ের মানেটা বিশাল। এর অনুভূতি ভাষায় প্রকাশ করতে পারব না। আমি সত্যিই খুশি। আমরা এখানে জয়ের খোঁজে ছিলাম এবং যেভাবে সবাই নিজেদের কাজ করল তাতে আমি খুবই খুশি আমি। আমাদের পেসারদের বোলিং নীতি খুবই অসাধারণ ছিল এবং এই কারণেই আমরা এই ফল পেয়েছি। সবাই নিজেদের প্রতি সৎ থেকেছে এবং তারা জিততে চেয়েছে। আমি আশা করি, এটা বজায় থাকবে। সাদমান প্রথম টেস্টে যেভাবে ব্যাটিং করেছে তা দুর্দান্ত। এমনকি জাকিরও ইতিবাচকতা নিয়ে ব্যাট করেছে এবং আমাদের মোমেন্টাম এনে দিয়েছে। '

'সবাই অবদান রেখেছে এই জয়ে, বিশেষ করে একাদশে না থাকা সেই চার খেলোয়াড় যারা সুযোগ পায়নি। ফিল্ডিংয়ে দলকে খুবই দারুণ সহায়তা করেছে তারা। আশা করি, এই সংস্কৃতিটা বজায় থাকবে। '

বাংলাদেশ সময়: ১৬৩৫ ঘণ্টা, সেপ্টেম্বর ৩, ২০২৪

এএইচএস

বাংলানিউজটোয়েন্টিফোর.কম'র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।